SSKM: ২৮ দিনের শিশুর শ্বাসনালী থেকে বের করা হল নাকছাবি, জটিল অস্ত্রোপচার এসএসকেএমে
এসএসকেএমে (SSKM) নবজাতকের জটিল অস্ত্রোপচার। ২৮ দিনের শিশুর শ্বাসনালী থেকে বের করা হল নাকছাবি। পরিবারের সুদস্যরা প্রথমে শিশুটিকে জঙ্গিপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে জানিয়ে দেওয়া হয় এই ধরনের চিকিৎসার পরিকাঠামো তাদের নেই। এর পরেই মুর্শিদাবাদ থেকে শিশুকে আনা হয় কলকাতায়, ভর্তি করা হয় এসএসকেএমে। আজ অস্ত্রোপচার করে নাকছাবি বের করেন চিকিৎসকেরা।
এদিকে ওয়ার্মারে বিভ্রাট, ঝলসে গেল সদ্যোজাত? ন্যাশনাল মেডিক্যালের বিরুদ্ধে অভিযোগ পরিবারের।এসএনসিইউর ওয়ার্মারে বিভ্রাটে দুর্ঘটনার অভিযোগ।১১ দিনের শিশু ঝলসে যাওয়ার অভিযোগ পরিবারের।সিক নিউবর্ন কেয়ার ইউনিটের সামনে বিক্ষোভ।‘ওয়ার্মারে যান্ত্রিক ত্রুটি হয়েছিল, সদ্যোজাতের অবস্থা স্থিতিশীল’,ওয়ার্মার বিভ্রাট নিয়ে দাবি ন্যাশনাল মেডিক্যাল কর্তৃপক্ষের।
![Kolkata Fire : বাইপাসে ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ড। কতটা নিয়ন্ত্রণে এল আগুন ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/feb8b82fdc22b073da33a28448efe9351739604100297535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)