Vaccine Harassment: প্রথম ডোজের ৭০ দিন পরেও সার্টিফিকেট না পাওয়ার অভিযোগ কসবার প্রৌঢ়ার
প্রথম ডোজ নেওয়ার পর ৭০ দিন পরেও মেলেনি সার্টিফিকেট। মোবাইলে আসেনি কোনও নোটিফিকেশনও। কবে হবে দ্বিতীয় ডোজ, চিন্তায় কসবার বৃদ্ধা। গতকাল গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ওই অভিযোগকারিণীর দাবি, তিনি কো-উইন অ্যাপে গেলে তাকে দেখানো হচ্ছে যে তাঁর কোন রেজিস্ট্রেশন হয়নি। তাঁকে কোন ফার্স্ট ডোজ দেওয়া হয়নি বলেও দেখানো হচ্ছে। অভিযোগকারিণী ওই মহিলার নাম কৃষ্ণা চক্রবর্তী, তিনি কসবার বাসিন্দা। তিনি জানান, যেখান থেকে তিনি ভ্যাকসিন নিয়েছিলেন, সেখানে বারবার যোগাযোগ করা হলেও কোনও রেজিস্ট্রশন মেসেজ তারা পাঠায়নি। ১ জুলাই তাঁকে জানানো হয়, যে তাঁদের পোর্টাল ঠিক মতো কাজ করছে না, তাই তারা কোনও সার্টিফিকেট দিতে পারবে না। এ প্রসঙ্গে, এন জি মেডিকেয়ারের ম্যানেজার ভি ভি শর্মা বলেন, '২৭ তারিখ পোর্টাল ক্র্যাশ করেছিল। অথরিটির সঙ্গে কথা হয়। হয়তো পোর্টালে সমস্যার জন্য তাঁর তথ্য ওঠেনি বা আমরা কোনও কারণে ওনার তথ্য আপলোড করতে ভুলে গেছি।’