West Bengal Election 2021: পশ্চিমবঙ্গে বোমা তৈরির কারখানা নেই বলে স্বীকার করেছে স্বরাষ্ট্রমন্ত্রক: ব্রাত্য বসু
আজ তৃণমূল কংগ্রেসের (TMC) সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে বাস্তব ও স্বপ্নের মধ্যে থাকা ব্যবধান কমে আসছে। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলে, ‘আপনারা ব্যঙ্গ-বিদ্রূপ করতে থাকুন, আমরা বংলা নিয়ে কাজ করে যাব। বাংলাকে একদিন সত্যিকারের বিশ্ব-বাংলায় পরিণত করব’। এদিন কলকাতার (Kolkata) উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন শহরগুলিতে কীভাবে ইলেকট্রিক যাত্রী পরিবহন (e-transport) বৃদ্ধি পাচ্ছে তা এই সমীক্ষায় দেখানো হয়েছে। চলতি বছরে সেই তালিকায় বিশ্বের বিভিন্ন বিখ্যাত শহরের পাশাপাশি নাম উঠেছে কলকাতার। ভারতবর্ষের মধ্যে প্রথম শহর হিসাবে সেই জায়গা পায় কলকাতা। ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে (Mamata Banerjee) কলকাতায় ইলেকট্রিক বাসের পরিষেবা শুরু হয়। এখন শহরে ১০০টি ই-বাস চলছে। আগামী কয়েক বছরে এই রকম ৫০০০ বাস চালু হবে বলেও জানান তিনি। তাঁর দাবি, ‘স্বরাষ্ট্রমন্ত্রক থেকেই খবর এসেছে, পশ্চিমবঙ্গে একটিও বোমা তৈরির কারখানা নেই’।