Kumbh Mela 2025: প্রয়াগরাজে শুরু হল মহাকুম্ভের মেলা, প্রথমদিনের পূণ্যস্নান করলেন পূণ্যার্থীরা
ABP Ananda Live: প্রয়াগরাজে শুরু হল মহাকুম্ভের মেলা। আজ পৌষ পূর্ণিমায় প্রথমদিনের পূণ্যস্নান করলেন পূণ্যার্থীরা। সকাল থেকে স্নান করেছেন প্রায় ৫০ লক্ষ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রয়েছে নিরাপত্তার কড়াকড়ি।
নব নালন্দা স্কুলে দুর্ঘটনা, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ তুলেছেন অভিভাবকরা,
সাতসকালে দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে দুর্ঘটনা। ওপর থেকে কাচ ভেঙে পড়ায় আহত হয় নবম শ্রেণির দুই ছাত্র। এই নিয়ে হুলস্থূল পড়ে যায়। আজ সকাল ৭টা নাগাদ স্কুলে ঢোকার সময় ওপর থেকে জানলার কাচ ভেঙে পড়ায় জখম হয় দুই ছাত্র। একজনের গুরুতর আঘাত লাগে। দু’জনকেই বেসরকারি হাসপাতালে নিয়ে যান অভিভাবকরা। এই নিয়ে স্কুলে উত্তেজনা ছড়ায়। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। পরিস্থিতি সামাল দিতে স্কুলে যায় টালিগঞ্জ থানার পুলিশ।

















