Madan Mitra: 'তৃণমূল ওঁর সৎ ছেলে, আর বিজেপি হল নিজের ছেলে' রাজ্যপালকে নিশানা মদনের
পঞ্চায়েত ভোটে অশান্তির জন্য এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের দিকে আঙুল তুললেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।পঞ্চায়েত ভোটকে কেন্দ্র অশান্তির জেরে, প্রাণ গেছে ৫০-এরও বেশি।তার মধ্যে অধিকাংশই তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থক। রাজ্যপালের প্ররোচনাতেই তাঁদের খুন হতে হয়েছে বলে, বিস্ফোরক অভিযোগ তুললেন মদন মিত্র।
তৃণমূল বিধায়ক বলেন, “তৃণমূলকে মারায় যিনি প্ররোচনা দিচ্ছেন, তিনি গোটা রাজ্যপাটকে গুছিয়ে, তিনি আমাদের মহামান্য রাজ্যপাল। তৃণমূল ওঁর সৎ ছেলে, আর বিজেপি হল নিজের ছেলে। বিজেপির কেউ মারা যেতে পারে শুনলে, তার আগেই দিনই টাকা নিয়ে, ত্রাণ নিয়ে রাজ্যপাল সেখানে পৌঁছে যান। যদি মারা যায়। আর তৃণমূলের ছেলে মারা গেলে, দুয়ো রানি-সুয়ো রানি ব্যাপার। আপনি মণিপুর না যেতে পারেন, মগরাহাট যান তাড়াতাড়ি। রাজ্যপাল যাবেন না, কারণ রাজ্যপাল জানেন, আর কয়েক দিনের মধ্যে দিলীপ ঘোষের মতো ওঁকেও চলে যেতে হবে।’’
মদনের মন্তব্যে পাল্টা তোপ দেগেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, “তৃণমূল তৃণমূলের লড়াইয়ে খুন হয়েছে, ওদের খুনোখুনির দায় বিজেপির উপর চাপাচ্ছে। বিভিন্ন জায়গায় রাজ্যপাল ছুটে গেছেন, তৃণমূলের কৃতজ্ঞ থাকা উচিত। মমতা আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ। পুলিশ ঠিক কাজ করলে, এই খুন হত না।’’ পঞ্চায়েত ভোটে লাগামছাড়া সন্ত্রাসের জন্য, প্রশাসনের পাশাপাশি সমালোচিত হয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হাও। তাঁকে ভর্ৎসনা করতে ছাড়েননি তাঁর নিয়োগকর্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসও।কিন্তু, এবার তৃণমূলের নেতা-কর্মীর খুনের জন্য তাঁর দিকেই আঙুল তুললেন মদন মিত্র।