(Source: ECI/ABP News/ABP Majha)
Maharashtra election2024: মহারাষ্ট্রে সরকার গঠনের পথে বিজেপি জোট, কোন দল কতটা এগিয়ে?
ABP Ananda Live: মহারাষ্ট্রে সরকার গঠনের পথে বিজেপি জোট। সেখানে ২২৭টি আসনে এগিয়ে বিজেপি জোট। কংগ্রেস জোট এগিয়ে ৫৪টি আসনে। ঝাড়খণ্ডে ৫১টি আসনে এগিয়ে JMM জোট। ওয়েনাডে ৩ লক্ষ ৩৮ হাজার ৯৭০ ভোটে এগিয়ে প্রিয়ঙ্কা গাঁধী। সন্ধে ৭টায় বিজেপির সদর দফতরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও খবর, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই, মাদারিহাট। আজ রাজ্য়ের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশ। গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা। মহারাষ্ট্রের মসনদে কে? ঝাড়খণ্ড কার? আজ রেজাল্ট আউট। ১৫টি রাজ্যে ৪৮ আসনে উপনির্বাচনের গণনা। রাহুলের আসন ধরে রাখতে পারবেন প্রিয়াঙ্কা? ২ লোকসভা আসনেও ফল ঘোষণা। সোমবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। মমতা-অভিষেকের সঙ্গে বৈঠকে থাকবেন মন্ত্রী-সাংসদরাও। জাতীয় রাজনীতিতে রণকৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা। কলকাতা পুলিশে রদবদল। মুচিপাড়ার নতুন ওসি সৌম্য ঠাকুর। লেদার কমপ্লেক্স থানার দায়িত্বে দীপঙ্কর বিশ্বাস। কলকাতা পুলিশের ৫ ইনস্পেক্টর পদে রদবদল। লিশমন্ত্রীর হুঁশিয়ারির পর এবার কুণালের পুলিশ-শাসন!