Mamata Banerjee: ফের 'ম্যান মেড বন্যার' তত্ত্ব মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE: ফের 'ম্যান মেড বন্যার' তত্ত্ব মুখ্যমন্ত্রীর। আরও একবার রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ তুলে DVC-কে কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা DVC থেকে প্রতিনিধি তুলে নেওয়া নিয়ে সুর চড়াল বিজেপি। DVC সূত্রে দাবি করা হয়েছে, তারা নিজে থেকে জল ছাড়ে না। দামোদর ভ্য়ালি রিভার রেগুলেশন কমিটি বা DVRRC যেমন পরামর্শ দেয়, সেই অনুযায়ী জল ছাড়া হয়।
ভারতের সামনে ইতিহাসের হাতছানি, মহাকাশে পাড়ি দেবেন শুভাংশু শুক্লা
প্রথম মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তাঁকে মহাকাশে নিয়ে আমেরিকান সংস্থা অ্যাক্সিয়ম স্পেস। এই অভিযানের জন্য খরচ হবে ৭০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩৮ কোটি টাকা। ভারত ও আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা ISRO এবং NASA-র যৌথ উদ্যোগে, শুভাংশু শুক্লা-সহ ৪ মহাকাশচারীকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠাচ্ছে আমেরিকার সংস্থা অ্যাক্সিয়ম স্পেস। শুভাংশুরা মহাকাশে যাবেন ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে। যে ড্রাগন ক্য়াপসুল ২৮৬ দিনের বন্দিদশার পর গত ১৯ মার্চ মহাকাশ থেকে সুনীতা উইলিয়ামদের পৃথিবীতে ফিরিয়ে এনেছিল।


















