Modi on Uttarakhand Rescue: 'রোজ খোঁজ নিতাম.. ১৭ দিন একসঙ্গে এই লড়াইটা শিক্ষণীয়', ভিডিও কনফারেন্সে উদ্ধার হওয়া শ্রমিকদের বললেন মোদি
ঘণ্টা পর ঘণ্টা শেষে কাটল বন্দিদশা। এ যেন মানুষের হাতেই মানুষের মুক্তি। ১৭ দিনের কঠিন লড়াই শেষে অবশেষে আলোয় ফেরা। সিল্কয়ারা-বারকোট সুড়ঙ্গে মুক্তির আলো। উদ্ধারকারী দল-প্রশাসনের নিরন্তর চেষ্টা শেষে এদিন উত্তরকাশীর (Uttarkashi) টানেলে আটকে পড়া ৪১ জন শ্রমিককে অবশেষে উদ্ধার করা সম্ভব হল। এই ঘটনার খবর দেশজুড়ে ছড়িয়ে পড়তেই ট্যুইটে উদ্ধার পাওয়া শ্রমিকদের (Workers) সুস্থ জীবনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাশাপাশি উদ্ধারকারী দলের প্রতিটি সদস্যকে এমন সাহসিকতার প্রদর্শনের জন্য কুর্নিশ জানিয়েছেন। আর আজ, ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধার হওয়া শ্রমিকদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী। রাতেই কথা বলেছিলেন উদ্ধারকারীদের সঙ্গে।



















