শিরোনাম: 'বিদেশি' স্বরাষ্ট্র-প্রতিমন্ত্রী? তুঙ্গে বিতর্ক
দেশের স্বরাষ্ট্র-প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) কি বাংলাদেশের নাগরিক? বিতর্ক উস্কে প্রধানমন্ত্রীকে চিঠি রাজ্যসভার কংগ্রেস সাংসদের। দেশের মন্ত্রীর জন্মস্থান নিয়ে তদন্তের আর্জি।
চিঠিকে হাতিয়ার করে আসরে তৃণমূল (TMC)। "যোগের আগে তথ্য যাচাই হয়নি কেন?" প্রশ্ন তুললেন ব্রাত্য। "অবাক পৃথিবী, অবাক করলে তুমি।" আক্রমণ ইন্দ্রনীলের। "তথ্য় থাকলে সামনে আনা হোক।" দাবি শমীকের (Samik Bhattacharya)।
বিরোধী জোট আলোচনার মধ্য়ে দিল্লিতে ফের মোদির সঙ্গে বৈঠক মহারাষ্ট্র সরকারের শরিক শরদ পাওয়ারের। মহারাষ্ট্রে নতুন সমীকরণ নাকি রাষ্ট্রপতি পদে নাম এনসিপি (NCP) প্রধানের? তুঙ্গে জল্পনা।
ফের দিল্লি গেলেন রাজ্যপাল (Jagdeep Dhankhar)। রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের ভোট পরবর্তী হিংসার রিপোর্ট নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে বিস্তারিত আলোচনার সম্ভাবনা। সূত্রের খবর।