(Source: ECI/ABP News/ABP Majha)
Morning Headlines: রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪,৫১২, পজিটিভিটি রেট নিয়েও বাড়ছে উদ্বেগ | Bangla News
শুক্রবারের তুলনায় রাজ্যে এক লাফে দৈনিক সংক্রমণের (Corona) সংখ্যা বাড়ল ১০০০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ হাজার ৫১২ জন। মৃত ৯। কলকাতার পজিটিভিটি রেট ছড়াল ২৬ শতাংশ।
রাজ্যে আরও দুজন ওমিক্রন (Omicron) আক্রান্ত। ওড়িশায় ওমিক্রন পজিটিভ, ভর্তি কলকাতার হাসপাতালে। রাজ্যে ওমিক্রন আক্রান্ত ১৮ জন। ডেল্টা প্লাসে আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়।
বাড়ছে করোনা সংক্রমণ। সোমবার থেকে কড়া বিধিনিষেধের ভাবনা রাজ্যের। আজ বাতিল 'দুয়ারে সরকার' ক্যাম্প। ৩ জানুয়ারিতে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান। আজ নবান্নে বৈঠক।
করোনা আবহে শারীরিকভাবে কেউ এজলাসে থাকতে পারবেন না, শুনানি ভার্চুয়ালে। সোমবার থেকে রাজ্যের সব আদালতে বিধি চালু, নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির।
সোমবার থেকে ১৫-১৮ বয়সীদের টিকাকরণ। শুরু নাম নথিভুক্তিকরণ। পুরসভার কাছে আছে দেড় লক্ষ কোভ্যাকসিন। কলকাতার ১৬টি সরকারি স্কুলে মিলবে টিকা।
নতুন বছরে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পাহাড় থেকে সমুদ্রে চূড়ান্ত অসচেতনতার ছবি। মুখে নেই মাস্ক, শিকেয় দূরত্ববিধি।
করোনা আক্রান্ত অরূপ বিশ্বাস (Aroop Biswas)। ভর্তি উডল্যান্ডসে। দেওয়া হচ্ছে অ্যান্টিবডি ককটেল, খবর সূত্রের। সংক্রমিত উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক। করোনা আক্রান্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গীতশিল্পী জিৎ।
করোনা আক্রান্ত বিশিষ্ট চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। কলকাতা মেডিক্যালে (Calcutta MCH) সংক্রমিত পড়ুয়া, ইন্টার্ন। চিত্তরঞ্জন সেবা সদনে আক্রান্ত ২১জন। সংক্রমিত কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি দেবাশিস বড়াল।
উপসর্গহীনদের বাড়িতে, উপসর্গযুক্তদের থাকতে হবে হাসপাতালের নির্দিষ্ট ওয়ার্ডে। চিকিত্সায় নিয়মবিধি জারি স্বাস্থ্য দফতরের। অস্থায়ী হাসপাতাল প্রস্তুত করতে রাজ্যকে চিঠি কেন্দ্রের।
দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ২৪ ঘণ্টায় আক্রান্ত বাড়ল ৩৫ শতাংশ, মৃত ৪০৬। ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৪০০। লড়াই করছে দেশ, বললেন মোদি (Narendra Modi)।
বছরের শুরুতেই ১০ কোটি কৃষককে উপহার মোদির। প্রধানমন্ত্রী কিষাণ নিধির দশম কিস্তির টাকা বিলি। ২০ হাজার কোটি টাকা সরাসরি গেল কৃষকদের অ্যাকাউন্টে।
হাওড়া পুরবিল নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। রাজ্যের পাঠানো তথ্যের বাস্তব ভিত্তি নেই। বিল তথ্য অ্যাডভোকেট জেনারেলকে দিক রাজ্য। ট্যুইট রাজ্যপালের। অসাংবিধানিক কাজ, পাল্টা কল্যাণ।
কৈখালিতে (Kaikhali) বিধ্বংসী আগুনে ভস্মীভূত রাসায়নিক কারখানা। আগুন পাশের গেঞ্জি কারখানাতেও। অগ্নিদগ্ধ হয়ে মৃত নিরাপত্তারক্ষী। ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা, দাবি দমকলের।
বর্ষশেষের রাতে গড়িয়ায় শ্যুটআউট। গুলিবিদ্ধ যুবক, ভর্তি এসএসকেএমে। বাইকে এসে গুলি দুষ্কৃতীদের। কী কারণে গুলি ? তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিশ।
বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু। বাইক আরোহীদের ধাক্কায় লরির চাকায় পিষ্ট বরানগরের বাসিন্দা। গ্রেফতার ২।
বর্ষবরণের রাতে মর্মান্তিক দুর্ঘটনা। জম্মুর কাটরার বৈষ্ণোদেবী মন্দিরে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত ১২ পুণ্যার্থী, আহত বহু। মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা পিএমও-র।
রয়্যাল বেঙ্গলের আতঙ্কে ত্রস্ত গোসাবা। মিত্রবাড়ির জঙ্গলে বাঘের হানায় আহত বনকর্মী। পটকা ফাটিয়েও হল না খাঁচাবন্দি। বারবার অবস্থান বদল। শোনানো হচ্ছে বাঘিনীর গর্জন। (অ্যাম্বিঃ)
গোসাবায় কুমিরমারিতে অবশেষে কাবু দক্ষিণ রায়। দুটি ঘুম পাড়ানি গুলিতে কাবু রয়্যাল বেঙ্গল। আপাতত রাখা হবে পর্যবেক্ষণে।
করোনা আবহে কল্পতরু উৎসবে (Kalpataru Utsav) কাশীপুর উদ্যানবাটিতে নিষিদ্ধ ভক্ত সমাগম। দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, কামারপুকুরেও ভক্ত ছাড়াই পুজো-পাঠ।
নতুন বছরে ফিরল শীত। আরও কিছুটা পারদ নামলেও স্বাভাবিকের থেকে বেশি। আগামী কয়েকদিনে আরও কমবে তাপমাত্রা।