Morning Headline: ২ বছর পরে বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক, উচ্চ প্রাথমিকের স্কুল। Bangla News
২ বছর পরে বুধবার থেকে প্রাথমিক, উচ্চ প্রাথমিকের স্কুল। খুলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রও। সোম থেকে শনি ক্লাস। আজ থেকেই শিক্ষকদের হাজিরা।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত কমে ৩২০, ২৩জনের মৃত্যু। রাত ১২টা থেকে ৫টা কড়াকড়ি। আজ থেকেই অন্তর্দেশীয় উড়ানে বিধিনিষেধ প্রত্যাহার।
এপ্রিলের শেষ সপ্তাহে আইসিএসই, আইএসসির ফাইনাল সিমেস্টার। সিলেবাস শেষ না হলে প্রয়োজন নেই প্রি বোর্ডের পরীক্ষার, জানাল কাউন্সিল।
বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর। চারে চার তৃণমূল।
এই প্রথম শিলিগুড়িতেও সবুজ ঝড়।
সবুজ ঝড়ে শিলিগুড়িতে বিরোধীরা বেসামাল। বিজেপি বিধায়ক থেকে প্রাক্তন বাম মেয়রের হার। ৪৭টির মধ্যে কংগ্রেসের হাতে শুধু একটি ওয়ার্ড।
প্রথমবার শিলিগুড়ি জয়ের পরেই উন্নয়নে মুড়ে দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর।
জিতেও উত্তরবঙ্গের জন্য কিছুই করেনি বিজেপি, শিলিগুড়ির ফল নিয়ে এবিপি আনন্দে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কার্যত বিরোধীশূন্য বিধাননগর। জিতেই মমতার কাছে সব্যসাচী। নেত্রীর কাছে উপহার পেলেন স্ত্রী। দেখা করলেন অভিষেকের সঙ্গেও।
বিধাননগরের মেয়র কে? সব্যসাচীর পরে নেত্রীর সঙ্গে দেখা করলেন কৃষ্ণাও।
৪ পুরভোটে বিপুল জয়ের পর বিক্ষুব্ধদের কড়া বার্তা তৃণমূলের। ৪৮ ঘণ্টার মধ্যে নির্দল হিসেবে জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার না করলে কড়া ব্যবস্থা। হুঁশিয়ারি পার্থর।
কলকাতার পর বিধাননগর, চন্দননগর। ২ নম্বরে বামেরা, ৩ নম্বরে নামল বিজেপি। ধাক্কা আসানসোল, শিলিগুড়িতেও। এটাই প্রত্যাশিত, খোঁচা তথাগতর।