Morning Headlines: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই আনিস-হত্যাকাণ্ডে ADG-CIDর নেতৃত্বে তদন্ত শুরু সিটের। Bangla News
২দিন পার, আনিস-খুনে এখনও রহস্য। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তদন্তে সিট।
সিবিআই তদন্তেই অনড় পরিবার। সিটে ভরসা নেই বিরোধীদেরও। খুঁজে বের করা হবে খুনিকে, আশ্বাস ফিরহাদের।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই আনিস-হত্যাকাণ্ডে এডিজি-সিআইডির নেতৃত্বে তদন্ত শুরু সিটের। রাতেই গেল আমতা থানায়।
আনিস খুনের ২দিন পরে বসল প্রহরা, সিসি ক্যামেরা। এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী থেকে পুলিশ।
আনিসের খুনে দোষীদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ ছড়াল দিল্লিতে। বঙ্গভবনে এসএফআইয়ের বিক্ষোভ। ধর্মতলায় বামপন্থী বিশিষ্টদের মিছিল।
আনিসের মৃত্যুর প্রতিবাদে ছাত্র বিক্ষোভে রণক্ষেত্র এন্টালি। ছাত্র পরিষদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। কলেজ স্ট্রিটে এসআইআই-এআইডিএসও-র বিক্ষোভ।
পুলিশের উর্দি পরে কে এসেছিল সেই রাতে? এখনও ধোঁয়াশা। খুনের কথা জেনেও পুলিশি গাফিলতির অভিযোগ। তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার।
আনিসের রহস্যমৃত্যুতে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল হাইকোর্ট।অভিযোগ ও দিনক্ষণ-সহ আবেদনপত্র পেশ করতে রাজ্যকে নির্দেশ। বৃহস্পতিবার শুনানি।
আইপ্যাক নিয়ে তৃণমূলের অন্দরেই সংঘাত।
তৃণমূলের প্রতীক না পেয়ে নির্দল প্রার্থী, এবার দঃ ২৪ পরগনার ২ পুরসভার ৫ নির্দল প্রার্থী বহিষ্কার। মুর্শিদাবাদেও ১৮জন নির্দল প্রার্থীর বিরুদ্ধে পদক্ষেপ।
দেউচা-পাঁচামি খনি প্রকল্পে জমি দাতাদের চাকরি, বাড়ি-সহ বাড়তি প্যাকেজ। কেউ বঞ্চিত হবে না, আশ্বাস মুখ্যমন্ত্রীর।
হলদিয়া বন্দরে তোলাবাজির অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ। ১ সপ্তাহে পুলিশকে নথি দিতে বলল হাইকোর্ট। ১ অভিযুক্তকেও জামিনে ছাড়ার নির্দেশ।
মমতা বললেও, কংগ্রেসকে বাদ দিয়ে কোনওভাবেই বিরোধী জোট নয়। স্পষ্ট করল শিবসেনা। সবাইকে নিয়ে চলায় তেলঙ্গানার মুখ্যমন্ত্রীই উপযুক্ত বলে মন্তব্য।
![Delhi Stampede : নয়াদিল্লির ঘটনায় রেল এবং পুলিশি ব্যর্থতাকে দায়ী করছেন কংগ্রেস মুখপাত্র রশিদ আলভি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b9f3a4247147cd056f6d4e824b2ded781739779910520535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Dumdum Decoity: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম। জানলার গ্রিল ভেঙে ঢুকে দোতলায় উঠে লুঠের অভিযোগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/395b3a722b558dda23dbee4bac1e57911739779203508535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![TMC News : মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক ! বিধিনিষেধ ভাঙলেন শাসকদলের বিধায়ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/316423595a8b8772e5d59eca924ab0e71739777385971535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms recovery : কার্তুজকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৬। জালে BBD বাগের অস্ত্রের দোকানের আরও এক কর্মী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/66b05d82aba11302a785700d41a9e1761739776807207535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bratya Basu: ২৬-এর বিধানসভা ভোটের আগে WEBCUPA-কে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন ব্রাত্য় বসু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/cd41caea01100deb07fb425405aaa4471739775233238967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)