Murshidabad News: সামশেরগঞ্জে বাবা-ছেলেকে হত্যা, গ্রেফতার আরও ১
ABP Ananda Live: সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১। ওয়াকফ-অশান্তির জেরে জাফরাবাদে খুন বাবা-ছেলে। খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত নুরুল ইসলাম। ফরাক্কা থানার হাউসনগর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার বেড়ে ৮। ওয়াকফ-অশান্তিতে জাফরাবাদে খুন হন হরগোবিন্দ দাস ও চন্দন দাস।
৮৩টি রুফ টপ রেস্তোরাঁর তালিকা করে পুরসভাকে পাঠাল কলকাতা পুলিশ
ছাদ দখল করে কোথায় কোথায় রুফ টপ রেস্তোরাঁয়, পুলিশের তালিকা তৈরি। ৮৩টি রুফ টপ রেস্তোরাঁর তালিকা করে পুরসভাকে পাঠাল কলকাতা পুলিশ। পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি থেকে ভবানীপুর, টালিগঞ্জ, নিউ আলিপুর। রবীন্দ্র সরোবর, কড়েয়া থেকে লেক থানা এলাকায় রুফ টপ রেস্তোরাঁ। ৮৩টি রুফ টপ রেস্তোরাঁ চিহ্নিত করে তালিকা পাঠাল কলকাতা পুলিশ। কসবা, শেক্সপিয়রণ সরণি থানা এলাকায় সবচেয়ে বেশি রুফ টপ রেস্তোরাঁ।


















