India 2047 Summit: ইন্ডিয়া ২০৪৭ সামিট বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী দেখুন ৬ মে দিনভর
ABP Ananda LIVE: লক্ষ্য ২০৪৭ । সংকল্প বিকশিত ভারত । মঞ্চ এবিপি নেটওয়ার্ক থেকেই প্রধানমন্ত্রী তুলে ধরবেন তাঁর ভিশন । আলোচনায় অংশ নেবেন দেশে বিদেশের থিংকট্যাঙ্করা । ভবিষ্যৎ যেখানে অংশ নিন সেখানে।পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা ভারত। আজ ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশ। আন্তর্জাতিক মহলে 'বিশ্বগুরু' হয়ে ওঠার লক্ষ্যে এগোচ্ছে ভারত। ২০৪৭ সালের মধ্যে, স্বাধীনতার শততম বর্ষে দেশকে 'বিকশিত ভারতে' পরিণত করার লক্ষ্য বেঁধে দিয়েছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। (India at 2047 Summit)।সেই আবেগকে মাথায় রেখেই এবিপি নেটওয়ার্ক ইন্ডিয়া ২০৪৭ সামিট কনক্লেভের আয়োজন করছে, যার একেবারে অগ্রভাগে রয়েছেন নরেন্দ্র মোদি। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। (ABP India at 2047 Summit Live)।আজকের এই সম্মেলনে বক্তৃতা দেবেন নরেন্দ্র মোদি।


















