Narendra Modi: 'ভারত ৬৪% মানুষ সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন', মন কি বাতে কী বললেন প্রধানমন্ত্রী ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'যোগ দিবসে অনুশাসন নৌসেনার জাহাজেও ঝলক দেখেছি' । যমুনার তীরে গিয়েও যোগ করেছেন' । 'আইটিবিপি জওয়ানরা যোগ করেছেন পাহাড়ের চূড়ায়' । 'রেকর্ড গড়ে দিয়েছেন, সারা বিশ্ব থেকে যোগ-এর ছবি এসেছে' । 'শান্তি, স্থিরতার ছবি উঠে এসেছে' । 'এক শ্বাস, এক বিশ্বাস' । 'কেউ তীর্থযাত্রায় গেলে একটাই ভাব মনে আসে, চলো বুলাওয়া আয়া''এটাই আমাদের ধার্মিক যাত্রার আদর্শ' । 'এই ধার্মিক যাত্রা সেবার মহান আদর্শ'। 'যত মানুষ তীর্থে যান, তার চেয়ে বেশি মানুষ সেবার কাজে যোগ দেন'। 'কৈলাস মানস সরোবর যাত্রা শুরু হয়েছে' । 'ধার্মিক যাত্রায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা' । ভারত ট্র্যাকোমা মুক্ত দেশ ঘোষিত হয়েছে' । 'ব্যাকটেরিয়া থেকে এই রোগ ছড়ায়' । 'এই রোগে ধীরে ধীরে চোখের জ্যোতি চলে যায়' । 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা ট্র্যাকোমা ফ্রি ঘোষণা করেছে' । 'লাখো মানুষ এই রোগের সঙ্গে লড়াই করেছেন' । 'এর নেপথ্যে জল জীবন মিশনেরও ভূমিকা আছে' । 'ভারত এই রোগের সঙ্গে লড়াইয়ের সঙ্গে সঙ্গে মূল থেকে উপড়ে ফেলেছে' । 'ভারত ৬৪% মানুষ সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন' । 'এটা সামাজিক ন্যায়েরও উত্তম ছবি' । 'এতে আগামী সময় আরও শক্তিশালী হবে', মনকিবাতে বললেন প্রধানমন্ত্রী


















