এক্সপ্লোর
Advertisement
ধৃত আল কায়দা জঙ্গিদের মুছে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটে কী তথ্য ছিল?
হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে চলছিল জঙ্গি মডিউল সম্প্রসারণের কাজ। কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে হত কথোপকথন। খবর NIA সূত্রে। অভিযানের আঁচ পেয়েই চ্যাটের অংশ ডিলিট? মুছে দেওয়া ডেটা উদ্ধারের চেষ্টা সাইবার বিশেষজ্ঞদের। ধৃতদের মোবাইলে মিলেছে বেশকিছু কাশ্মীরের নম্বরও। কয়েকদিন আগেই হাড়হিম করা এই ঘটনার ১৯ বছর পূর্ণ হয়েছে! নাইন-এলেভেনে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে গুঁড়িয়ে দেওয়া আল কায়দা কি এবার নাশকতার ছক কষছে ভারতেও? বাংলা ও কেরল থেকে সন্দেহভাজন ৯ আল-কায়দা জঙ্গির গ্রেফতারের পর থেকেই কপালে চিন্তার ভাজ পড়েছে গোয়েন্দাদের! NIA সূত্রে দাবি, তৈরি করা হয়েছিল আল কায়দার ইন্টারস্টেট মডিউল। রয়েছে পাক-যোগও।ধৃতদের মধ্যে অন্যতম মুর্শিদাবাদের ডোমকলের বসন্তপুর কলেজের কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র নাজমুস শাকিব। এবং জলঙ্গির উত্তর ঘোষপাড়ার বাসিন্দা তথা করিমপুর কলেজের প্রাক্তন ছাত্র আতিউর রহমান। এছাড়াও গ্রেফতার করা হয়েছে ডোমকল ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক বিভাগের অস্থায়ী কর্মী লিউ ইয়ান আহমেদ জলঙ্গির বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি মইনুল মণ্ডল। রানিনগরের বাসিন্দা, পেশায় দর্জি আবু সুফিয়ান। ও ডোমকলের বাসিন্দা তথা পেশায় গাড়ির চালক আল মামুন কামালকে।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement