এক্সপ্লোর
স্বাধীনতার মতোই আজকের দিনও ত্যাগ ও সঙ্কল্পের প্রতীক: মোদি
আজ রামমন্দিরের ভূমিপুজোয় দেশবাসীর উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,'‘সারা ভারত স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিল, ১৫ অগাস্ট সেই স্বাধীনতার প্রতীক। সেইরকম আজকের দিনও একইরকম ত্যাগ, সঙ্কল্পের প্রতীক। রামমন্দিরের জন্যও একইভাবে তপস্যা, ত্যাগ, সঙ্কল্প হয়েছে। স্বাধীনতার মতই মানুষ বলিদানও দিয়েছেন। রাম আমাদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে’'
আরও দেখুন

















