এক্সপ্লোর
বাজেটে পরিকাঠামো উন্নয়নে বিপুল বরাদ্দবৃদ্ধির প্রস্তাব, রইল কৃষি ও সেচের উন্নতির কথাও
পরিকাঠামো উন্নয়নে বিপুল বরাদ্দবৃদ্ধির পথে হাঁটল মোদি সরকার। আগামী ৫ বছরে ১ লক্ষ কোটিরও বেশি টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কৃষকদের জন্যও একগুচ্ছ ঘোষণা এবারের বাজেটে। গ্রামীন উন্নয়নে বরাদ্দ তিন লক্ষ কোটি টাকা। পরিকাঠামোর পর এদিনের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে কৃষিকাজ ও গ্রামীণ এলাকার উন্নয়নের ওপর। ১৬টি অ্যাকশন পয়েন্টের কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ২০২০-২১ অর্থবর্ষে কৃষি ও সেচের ক্ষেত্রে ২ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। গ্রামীণ উন্নয়নে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৩ লক্ষ কোটি টাকা। এছাড়াও জলকষ্ট রয়েছে এমন ১০০টি জেলাকে চিহ্নিত করার প্রস্তাব রয়েছে বাজেটে। দেশের ২০ লক্ষ কৃষককে সৌরচালিত পাম্পসেট দেওয়ার ঘোষণা করা হয়েছে।
আরও দেখুন

















