এক্সপ্লোর
যা দাম তার থেকে দিতে হচ্ছে ৭২০ টাকা বেশি! বিশেষ ট্রেনেও টিকিট প্রতারণা, সক্রিয় দালাল চক্র
শ্রমিক ট্রেনের সঙ্গে শুরু হয়েছে স্পেশাল ট্রেনের পরিষেবাও। কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে এসি থ্রি-টিয়ারের ভাড়া। আর তাতেই যাত্রীদের সন্দেহ, পিছনে কোনও প্রতারণা চক্র সক্রিয় নেই তো? তবে আইআরসিটিসির তরফে জানানো হয়েছে, দালাল চক্রের থেকে টিকিট কাটলে এই সমস্যা থেকেই যাবে।
আরও দেখুন

















