এক্সপ্লোর
Advertisement
মাদক-যোগের তদন্তে আজ দীপিকা, সারা, শ্রদ্ধার জিজ্ঞাসাবাদ, করিশ্মার মুখোমুখি বসানোর সম্ভাবনা
ড্রাগ যোগের তদন্তে আজ এনসিবির সামনে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। তাঁর সঙ্গেই জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হবেন আরও দুই তারকা অভিনেত্রী শ্রদ্ধা কাপূর ও সারা আলি খান।
ড্রাগ-তদন্তে দীপিকার নাম উঠে আসে ২০১৭ সালের একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে।
NCB সূত্রে দাবি, হোয়াটস অ্যাপ চ্যাট অনুযায়ী,
দীপিকা তাঁর ম্যানেজার করিশ্মাকে প্রশ্ন করেন, তোমার কাছে মাল আছে?
করিশ্মার জবাব, হ্যাঁ, বাড়িতে আছে। তবে আমি বান্দ্রায়। যদি রাজি থাকো তাহলে অমিতের সঙ্গে কথা বলতে পারি।
উত্তরে দীপিকা লেখেন, হ্যাঁ, প্লিজ বলো।
মিনিট চারেক বাদে করিশ্মার উত্তর, অমিতের কাছে আছে।
তখন দীপিকা জানতে চান, ওর কাছে হ্যাশ আছে তো? উইড নয় কিন্তু।
কিছুক্ষণ বাদে করিশ্মা লেখেন, তুমি কোকোতে কখন আসছ?
দীপিকা বলেন, সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে।
ড্রাগ মামলায় শনিবার জিজ্ঞাসাবাদের জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সামনে হাজির হবেন দীপিকা পাড়ুকোন! আর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের সময় পাশে থাকতে চেয়ে আবেদন করলেন রণবীর সিং। পর্দার প্রেম আগেই বাস্তবের রুপ নিয়েছে! আর ঘরণী যখন সঙ্কটে, তখন তাঁকে একা ছাড়তে নারাজ রণবীর।
ড্রাগ-তদন্তে দীপিকার নাম উঠে আসে ২০১৭ সালের একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে।
NCB সূত্রে দাবি, হোয়াটস অ্যাপ চ্যাট অনুযায়ী,
দীপিকা তাঁর ম্যানেজার করিশ্মাকে প্রশ্ন করেন, তোমার কাছে মাল আছে?
করিশ্মার জবাব, হ্যাঁ, বাড়িতে আছে। তবে আমি বান্দ্রায়। যদি রাজি থাকো তাহলে অমিতের সঙ্গে কথা বলতে পারি।
উত্তরে দীপিকা লেখেন, হ্যাঁ, প্লিজ বলো।
মিনিট চারেক বাদে করিশ্মার উত্তর, অমিতের কাছে আছে।
তখন দীপিকা জানতে চান, ওর কাছে হ্যাশ আছে তো? উইড নয় কিন্তু।
কিছুক্ষণ বাদে করিশ্মা লেখেন, তুমি কোকোতে কখন আসছ?
দীপিকা বলেন, সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে।
ড্রাগ মামলায় শনিবার জিজ্ঞাসাবাদের জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সামনে হাজির হবেন দীপিকা পাড়ুকোন! আর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের সময় পাশে থাকতে চেয়ে আবেদন করলেন রণবীর সিং। পর্দার প্রেম আগেই বাস্তবের রুপ নিয়েছে! আর ঘরণী যখন সঙ্কটে, তখন তাঁকে একা ছাড়তে নারাজ রণবীর।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement