এক্সপ্লোর
Advertisement
ম্যারাথন জেরার পর গ্রেফতার ইয়েস ব্যাঙ্ক প্রতিষ্ঠাতা রাণা কপূর, তল্লাশি দুই মেয়ের সংস্থাতেও
আর্থিক নয়ছয় মামলায় ৩১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার ইয়েস ব্যাঙ্কের প্রাক্তন কর্তা। দেওয়ান হাউজিং ফিনান্স লিমিটেড DHFL ও ইউপি পাওয়ার কর্পোরেশন, এই দুটি সংস্থাকে ঋণদানের ক্ষেত্রে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে বেসরকারি ব্যাঙ্কটির প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন সিইও রাণা কপূরের বিরুদ্ধে। গতকাল রানা কপূরের মুম্বইয়ের বাড়িতে হানা দেন ইডি-র আধিকারিকরা। টানা ৩৬ ঘন্টা ধরে চলে তল্লাশি। বাজেয়াপ্ত করা হয় প্রচুর গুরুত্বপূর্ণ নথি। পাশাপাশি, তল্লাশি চালানো হয় ইয়েস ব্যাঙ্কের প্রাক্তন কর্তা রাণা কপূরের দুই মেয়ে রাধা ও রোশনি কপূরের বাড়ি ও তাঁদের মালিকানাধীন সংস্থার দফতরে।
ইডি সূত্রে খবর, তদন্তে জানা গিয়েছে, ঋণশোধের সম্ভাবনা নেই জেনেও রাণার নির্দেশে ইয়েস ব্যাঙ্ক DHFL-কে বিপুল পরিমাণ ঋণ মঞ্জুর করে। তার বিনিময়ে রাণার পরিবারের মালিকানাধীন সংস্থা ডু-ইট আরবান ভেঞ্চার্সকে আবার ডিএইচএফএল ৬০০ কোটি টাকা ঋণ দেয়। তবে ইয়েস ব্যাঙ্কের টাকা তারা শোধ করেনি।
এই ডু-ইট আরবান ভেঞ্চার্সের ডিরেক্টর পদে ছিলেন রাণার স্ত্রী বিন্দু, তিন কন্যা রাখি কপূর টন্ডন, রোশনি কপূর ও রাধা কপূর।
ইডি সূত্রে খবর, তদন্তে জানা গিয়েছে, ঋণশোধের সম্ভাবনা নেই জেনেও রাণার নির্দেশে ইয়েস ব্যাঙ্ক DHFL-কে বিপুল পরিমাণ ঋণ মঞ্জুর করে। তার বিনিময়ে রাণার পরিবারের মালিকানাধীন সংস্থা ডু-ইট আরবান ভেঞ্চার্সকে আবার ডিএইচএফএল ৬০০ কোটি টাকা ঋণ দেয়। তবে ইয়েস ব্যাঙ্কের টাকা তারা শোধ করেনি।
এই ডু-ইট আরবান ভেঞ্চার্সের ডিরেক্টর পদে ছিলেন রাণার স্ত্রী বিন্দু, তিন কন্যা রাখি কপূর টন্ডন, রোশনি কপূর ও রাধা কপূর।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement