Nepal Situation : নৈরাজ্যের নেপালে নামল সেনা, তাও এভারেস্টের দেশে চরম অরাজকতা
ABP Ananda LIVE : সেনা নামার পরেও অগ্নিগর্ভ নেপাল। ঐতিহ্যশালী সিংহ দরবারে আগুন। অগ্নিদগ্ধ বহু বিপণি। ভাঙচুর, লুঠপাট। রাস্তায় বিক্ষোভ। নেপালে অশান্তির আঁচ ভারতে। পানিট্যাঙ্কিতে থমথমে পরিস্থিতি। লুকিয়ে ঢোকা ঠেকাতে সীমান্তে কড়া পাহারা সীমা সুরক্ষা বলের। গোটা ব্রিজে নজরদারি। অশান্ত নেপালে আটকে পড়েছেন এ দেশের অনেক পর্যটক। তাঁদের উদ্ধারের জন্য কেউ কেউ সোশাল মিডিয়ায় আবেদন জানাচ্ছেন। এরকম এক ভারতীয় যুবতীর ভিডিও ভাইরাল হয়েছে। যাতে পোখারায় তাঁকে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে শোনা যাচ্ছে। তাঁর হোটেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। মারমুখী জনতার হাত থেকে কোনও রকমে রক্ষা পান তিনি।নেপালে অশান্তির আঁচ ভারতে। পানিট্যাঙ্কিতে থমথমে পরিস্থিতি। নেপালে অশান্তির আঁচ ভারতে, পানিট্যাঙ্কিতে থমথমে পরিস্থিতি । লুকিয়ে ঢোকা ঠেকাতে সীমান্তে কড়া পাহারা সীমা সুরক্ষা বলের। গোটা ব্রিজে নজরদারি।


















