North Bengal Weather: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা
ABP Ananda LIVE: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ(north bengal weather)। ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। একাধিক নদীর জল বাড়ায় প্লাবিত হয়ে পড়েছে গ্রামরে পর গ্রাম। জলের জন্য বহু রাস্তায় বন্ধ যান চলাচল।
মাহেশে জগন্নাথ দেবের নবযৌবন সাজ। জ্বর থেকে সেরে উঠেই অলঙ্কারে সুসজ্জিত। এদিন তিনি পরেন রুপোর হাত। দু'হাত তুলে আশীর্বাদ করেন ভক্তদের । এমনটাই বিশ্বাস ভক্তদের। সেই টানেই ছুটে আসেন ভক্তরা। রবিবার মাসির বাড়ি যাবেন জগন্নাথ বলরাম সুভদ্রা। প্রাচীনত্ব, মাহাত্ম্য এবং ঐতিহাসিক দিক দিয়ে পুরীর রথযাত্রার পরেই মাহেশের স্থান। জগন্নাথ দেবের নব যৌবন উপলক্ষে যেমন সেজে উঠছে পুরী , তেমনই সেজে উঠছে শ্রীরামপুরের মন্দির। শ্রীরামপুরের মাহেশে, স্নানযাত্রার ১৩ দিন পর ভক্তদের দর্শন দেন মহাপ্রভু। শুক্রবার এই নব যৌবন উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজ বেশে জগন্নাথ বলরাম সুভদ্রাকে সাজানো হয় এদিন। জগন্নাথদেবকে এই দিন রুপোর হাত পরিয়ে দেওয়া হয়। স্বর্ণালঙ্কারে সেজে ওঠেন দেবতা। সেই সঙ্গে অর্পণ করা হয় ৫৬ ভোগ।