Operation Sindoor: পহেলগাঁওয়ের পাল্টা অপারেশন সিঁদুর, কাশ্মীরে কড়া নিরাপত্তা। সীমান্তে প্রস্তুত সেনা
ABP Ananda Live: 'কোনও নাগরিকের বাড়িতে হামলা হয়নি। সতর্কতা, মানবিকতার পরিচয় দিয়েছে ভারতীয় সেনা। কাল রাতে ভারতীয় সেনা ইতিহাস তৈরি করল। ভারতীয় সেনা দেশের মাথা উঁচু করেছে। পাকিস্তানকে কড়া জবাব ভারতের', মন্তব্য রাজনাথ সিংহের। পাকিস্তানকে পহেলগাঁওয়ের প্রত্যাঘাত ভারতের, সিঁদুরের বদলা 'অপারেশন সিঁদুর' । রাতের অন্ধকারে গর্জাল রাফাল, পাকিস্তান ও POK-তে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত । গভীর রাতে ২৫ মিনিটের অপারেশনে জইশ-লস্কর-হিজবুলের ৯ ঘাঁটি ধ্বংস । ধুলিসাৎ জইশ, লস্কর, হিজবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্প । পহেলগাঁও কাণ্ডের ১৫দিনের মাথায় ২৬ জনকে হত্যার বদলা । ভারতের প্রত্যাঘাতে এখনও পর্যন্ত ৯০০ জঙ্গির মৃত্যুর অনুমান । বাহাওয়ালপুর: ২৫০ জন, মুরিদকে: ১২০ জন, মুজাফ্ফরাবাদ: ১৩০ জনেরও বেশি জঙ্গি ছিল । ভারতের প্রত্যাঘাতে কোটলিতে ৩০ হিজবুল জঙ্গির মৃত্যু, স্থানীয় সূত্রে দাবি । বাহাওয়ালপুরে ধুলিসাৎ মাসুদ আজহারের জইশের সদর দফতর । POK-র মুজাফফরবাদে হিজবুলের হেড কোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত । গোটা অপারেশনের উপর নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



















