Pamela Drug Scam: মাদককাণ্ডে ধৃত BJP নেতা Rakesh Singh ও তাঁর সহযোগীর ৯ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজত
ধৃত বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর (Pamela Goswami) গাড়ি থেকে উদ্ধার কোকেন। রিপোর্ট পাওয়ার পর এমনই জানালো লালবাজার। টাকা এল কোথা থেকে? উত্তর জানতে নতুন করে তদন্তে গোয়েন্দারা। ষড়যন্ত্রে যুক্ত অনেকেই। দাবি তদন্তকারীদের। ধৃত সুরজের কাজ ছিল অমৃতকে সরিয়ে বাড়ি পৌঁছে দেওয়া। ১৯ ফেব্রুয়ারি ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। গ্রেফতারির আগের দিন পামেলা গেছিলেন রাকেশের বাড়িতে। সিসিটিভি ফুটেজ থেকে পামেলার ছবি মুছে ফেলার চেষ্টা। মাদককাণ্ডে বাড়ল রাকেশ সিংয়ের পুলিশ হেপাজতের মেয়াদ। রাকেশ এবং তাঁর সহযোগীর ৯ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। অমৃত সিংকে তিনি চেনেন না। সুরজ কুমার তাঁর বাড়ির পরিচারক। আদালতে পেশ করার আগে এমনই দাবি ধৃত বিজেপি নেতা রাকেশ সিংয়ের (Rakesh Singh)। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ফের দাবি করেন তিনি। সারদাকাণ্ডে কুণাল ঘোষকে (Kunal Ghosh) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তৃণমূল মুখপাত্রকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সারদাকাণ্ডে নতুন কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে খবর ইডি সূত্রে। কাল সকাল ১১টায় কুণাল ঘোষকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কুণাল ঘোষ বলেন, "নোটিস পেয়েছি। যাব। আগেও সহযোগিতা করেছি। এখনও করব।" নবান্নে আরজেডি (RJD) প্রধান তেজস্বী যাদব। মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক করেন তিনি। নির্বাচনী সমঝতা নিয়ে বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। তিনি বলেন, "বিহারেরও বহু মানুষ বাংলায় থাকেন।
দেশকে ভেঙে ফেলার শক্তিকে রুখতে হবে। বিজেপিকে রুখতে মমতার পাশে থাকতে হবে। দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে। পূর্ণ শক্তি দিয়ে মমতাকে সমর্থন করব। যেভাবে প্রয়োজন হবে সমর্থন করব। মমতার করোনা মোকাবিলায় ভূমিকা প্রশ্নাতীত। প্রত্যেকের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের সময় কেন্দ্রীয় মন্ত্রীরা কাজ ফেলে বাংলায় ঘুরছেন।" বৈঠকের পর মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "আমার আশীর্বাদ রয়েছে তেজস্বীর জন্য। বিহারে ষড়যন্ত্র করে তেজস্বীকে হারানো হয়েছে। আজ নয় তো কাল তেজস্বী ক্ষমতায় আসবে। আমার আশীর্বাদ রয়েছে তেজস্বীর জন্য। ভোটে যে ভাবে দফা ভাগ হয়েছে, তা ঠিক হয়নি, ধৃত বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর (Pamela Goswami) গাড়ি থেকে উদ্ধার কোকেন। কোকেনের বাজারদর ১ কোটি ২০ লক্ষ টাকা। রিপোর্ট পাওয়ার পর এমনই জানালো লালবাজার। টাকা এল কোথা থেকে? উত্তর জানতে নতুন করে তদন্তে গোয়েন্দারা। ষড়যন্ত্রে যুক্ত অনেকেই। দাবি তদন্তকারীদের। ধৃত সুরজের কাজ ছিল অমৃতকে সরিয়ে বাড়ি পৌঁছে দেওয়া। ১৯ ফেব্রুয়ারি ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। গ্রেফতারির আগের দিন পামেলা গেছিলেন রাকেশের বাড়িতে। সিসিটিভি ফুটেজ থেকে পামেলার ছবি মুছে ফেলার চেষ্টা। মাদককাণ্ডে বাড়ল রাকেশ সিংয়ের পুলিশ হেপাজতের মেয়াদ। রাকেশ এবং তাঁর সহযোগীর ৯ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। অমৃত সিংকে তিনি চেনেন না। সুরজ কুমার তাঁর বাড়ির পরিচারক। আদালতে পেশ করার আগে এমনই দাবি ধৃত বিজেপি নেতা রাকেশ সিংয়ের (Rakesh Singh)। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ফের দাবি করেন তিনি। সারদাকাণ্ডে কুণাল ঘোষকে (Kunal Ghosh) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তৃণমূল মুখপাত্রকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সারদাকাণ্ডে নতুন কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে খবর ইডি সূত্রে। কাল সকাল ১১টায় কুণাল ঘোষকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কুণাল ঘোষ বলেন, "নোটিস পেয়েছি। যাব। আগেও সহযোগিতা করেছি। এখনও করব।" নবান্নে আরজেডি (RJD) প্রধান তেজস্বী যাদব। মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক করেন তিনি। নির্বাচনী সমঝতা নিয়ে বৈঠক হয়েছে বলে সূত্রের খবর।
দেশকে ভেঙে ফেলার শক্তিকে রুখতে হবে। বিজেপিকে র অভিযোগ মমতার
ভোটে যে ভাবে দফা ভাগ হয়েছে, তা ঠিক হয়নি। নির্বাচন কমিশনের উচিত নিরপেক্ষ ভাবে কাজ করা।" নদিয়ায় আজ সভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে তিনি বলেন, "তৃণমূলের (TMC) ফেস্টু তৈরি হচ্ছে আহমেদাবাদে। কারণ এখানে কারখানা নেই। মাননীয়া (মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee) এখানে কারখানা করেননি। দিদিমণির তোলাবাজ ভাইপো পরশু ঘাটালে গিয়েছিল রোড শো করতে। তাতে লেখা ছিল দিদির দূত। আর আমি বলেছি, ওপরে দাঁড়িয়েছে তোলাবাজ ভূত। সেই গাড়ির রেজিস্ট্রেশন উত্তর প্রদেশে, যোগী আদিত্যনাথের রাজ্য়ে। আদর্শ নির্বাচনবিধি রাজ্যে চালু হয়ে গিয়েছে। তা সত্ত্বও তিনি নবান্নতে তেজস্বীব যাদবের সঙ্গে বৈঠক করলেন। মাননীয়া প্রমাণ করে দিয়েছেন যে নিজের রাজনৈতিক সুবিধার জন্য তিনি সবকিছু করতে পারেন। এবারে বিদায় আপনাদের দিতে হবে। মাননীয়া বুদ্ধি কিনছেন ৫০০ কোটি দিয়ে। গুজরাতে তৈরি স্কুটার চালাচ্ছিলেন মমতা।"