(Source: ECI/ABP News/ABP Majha)
Patashpur: পটাশপুরে জল সরতেই বাড়ছে রোগের প্রকোপ, ঘর হারিয়ে ত্রিপলের ছাউনিতে আশ্রয়| Bangla News
জল সরতেই নতুন বিপদ পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। ধসে পড়ছে একের পর এক কাঁচা বাড়ি। আশ্রয় হারিয়ে ত্রিপলের ছাউনিতে ঠাঁই নিতে হচ্ছে বহু পরিবারকে। তার মধ্যে আবার বাড়ছে রোগের প্রকোপ। এক মাসের বেশি সময় ধরে চলেছে জলে-মানুষে লড়াই। এখন জল নামতেই নতুন জীবনযুদ্ধে পড়তে হচ্ছে পূর্ব মেদিনীপরের পটাশপুরের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। কেলেঘাই নদীর বাঁধ ভেঙে জল ঢোকার পর, গত ১৬ সেপ্টেম্বর থেকে এক মাসের বেশি সময় ধরে জলবন্দি হয়েছিল পটাশপুরের বিস্তীর্ণ এলাকা। জল সরতেই, ধসে পড়ছে একের পর এক মাটির বাড়ি। পটাশপুর দুনম্বর ব্লকের শ্রীরামপুর, ধুসুরদা, মথুরা, বাল্য গোবিন্দপুর, আড়গোয়াল, সাউথখন্ড গ্রামেক মানুষ উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন ত্রিপলের নীচে। এদিকে জল সরতেই বাড়ছে রোগের প্রকোপ। শুরু হয়েছে জ্বর সর্দি কাশি আর পেটের রোগ। একই পরিস্থিতি বাঁকুড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের দুবেরবাঁধ মালপাড়া এলাকায়। ঘরে ঘরে বাড়ছে অসুস্থতা। জলের নমুনা পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে বাঁকুড়া পুরসভার তরফে।