Narendra Modi: ১২% GST-র আওতায় থাকা ৯৯% পণ্যকে ৫ শতাংশে আনার সুপারিশ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: প্রধানমন্ত্রীর ঘোষণার পর GST সরলীকরণের জল্পনা। ১২% GST-র আওতায় থাকা ৯৯% পণ্যকে ৫ শতাংশে আনার সুপারিশ। অ্যালকোহল, টোবাকো, কফির মতো পণ্যে ৪০% GST সুপারিশ। ২৮ শতাংশের আওতায় থাকা ৯০% পণ্যকে ১৮ শতাংশে আনার প্রস্তাব। নিত্যপ্রয়োজনীয় জিনিসকে ৫ শতাংশ GST-র আওতায় আনার প্রস্তাব। ৫% এবং ১৮% GST-আওতায় থাকা পণ্যেও ঢেলে সাজানোর সুপারিশ। বর্তমানে ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ হারে জিএসটি চালু আছে । উঠে যেতে পারে ১২ ও ২৮ শতাংশ GST, খবর প্রধানমন্ত্রীর দফতর সূত্রে। ৯৯% শতাংশ পণ্য়েই এই নিয়ম চালু হতে পারে, খবর সূত্রের। বিলাসবহুল ও ক্ষতিকারক পণ্যে জিএসটি হতে পারে ৪০ শতাংশ। জিএসটি হার পরিবর্তনের প্রস্তাব মন্ত্রিগোষ্ঠীর কাছে, খবর সূত্রের। সেপ্টেম্বরে GST কাউন্সিলেই সরলীকরণ নিয়ে আলোচনার সম্ভাবনা । পেট্রোল-ডিজেলও কি আসবে GST-র আওতায়? এখনও ধোঁয়াশা।
'চোরের মতো দেহ নিয়ে যাচ্ছিল পুলিশ', গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের; চরম উত্তেজনা মুকুন্দপুরে
চাকরিহারা এক শিক্ষককের মৃত্যুতে উত্তেজনা আরএন টেগোরে। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষকরা। মৃত চাকরিহারা শিক্ষককের দেহ নিয়ে যেতে বাধা দেওয়া হয়। গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন চাকরিহারা। 'চোরের মতো দেহ নিয়ে যাওয়া হচ্ছিল', বলে অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। 'সুবল হত্যার বিচার চাই', বলে স্লোগান তোলেন চাকরিহারা শিক্ষকরা। আরএন টেগোর হাসপাতালে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরেরর সুবল সোরেনের। চাকরি হারিয়ে মানসিক চাপে ছিলেন তিনি, এমনই দাবি করেছেন মৃতের স্ত্রী। আরএন টেগোর হাসপাতালে আজ সকালে তাঁর মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন চাকরিহারা শিক্ষক। আজ সকালে স্ট্রোকে মৃত্যু হয় সুবল সোরেনের।

















