(Source: ECI/ABP News/ABP Majha)
Ashok Lahiri on State Budget: 'রাজ্যের এত প্রকল্পে কত জন উপকৃত হয়েছেন তার মূল্যায়ন হোক', কটাক্ষ অশোক লাহিড়ীর
আজ রাজ্য বাজেট পেশ হয়েছে। রাজ্যের বাজেট পেশ নিয়ে বিজেপির (BJP) তরফে সাংবাদিক বৈঠক করে অশোক লাহিড়ী (Ashok Lahiri) বলেন, "অর্থমন্ত্রী বলছেন তাঁর সরকার ২ কোটি ৩০ লক্ষ মানুষকে টিকা দিয়েছে। কেন্দ্র কত টিকা দিয়েছে তা উল্লেখ করেননি। রাজ্যের জিডিপি (GDP) নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে তা অসত্য। মাথাপিছু আয়ের হারে রাজ্য পিছিয়ে পড়েছে। রাজ্যের আর্থিক অবক্ষয়ের জন্য পরিসংখ্যান প্রয়োজন নেই। এত উন্নয়ন হলে পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে যেতেন না। চিকিৎসরার জন্য মানুষকে অন্য রাজ্যে যেতে হচ্ছে।" জনকল্যাণমূলক প্রকল্প কতগুলি কেন্দ্রের সাহায্যে, সেটা রাজ্য সরকার বলছে না। আবাস যোজনার প্রকল্প নিজেদের বলে চালানো হচ্ছে। বাজেটে সেই সম্পর্কে উল্লেখ করা হয়নি। অনৈতিকভাবে বিজ্ঞাপন করছে রাজ্য সরকার। এত প্রকল্পে কত জন উপকৃত হয়েছেন তার মূল্যায়ন দরকার। এই সরকার ত্রাণের সরকার, পরিত্রাণের চেষ্টা নেই।"