Bengal Election 2021: ফের ২টি ইলেকশন পিটিশনে নথি সংরক্ষণের নির্দেশ কলকাতা হাইকোর্টের
আরও দুটি ইলেকশন পিটিশনে (Election petition) ইভিএম (EVM), ভিভিপ্যাট-সহ নির্বাচনের সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এর মধ্যে একটি মামলা করেন বনগাঁ (Bangaon) দক্ষিণ কেন্দ্রের পরাজিত তৃণমূল (TMC) প্রার্থী আলোরানি সরকার। অপর মামলাটি বৈষ্ণবনগরের বিজেপি (BJP) প্রার্থী স্বাধীন সরকারের করা। গণনায় কারচুপির অভিযোগ ও পুনর্গণনার দাবিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ইলেকশন পিটিশনের প্রেক্ষিতে নন্দীগ্রামের ভোট সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার আরও দুটি ইলেকশন পিটিশনের ক্ষেত্রে একই নির্দেশ দিল আদালত। গত বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী আলোরানি সরকারকে ২ হাজারের বেশি ভোটে হারিয়ে দেন বিজেপির স্বপন মজুমদার। কিন্তু পরাজিত তৃণমূল প্রার্থী, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যে তথ্য দেওয়া নির্বাচনে প্রচারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরেও প্রচার করা এবং কেন্দ্রীয় জওয়ানদের সঙ্গে নিয়ে প্রভাব খাটানোর মতো অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেন।