Dilip Ghosh Meeting Chaos: 'নির্দিষ্ট কিছু দলীয় কর্মীদেরই ডাকা হয়েছিল', দিলীপের সভায় বিশৃঙ্খলা প্রসঙ্গে BJP জেলা নেতৃত্ব
বর্ধমানে বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সভায় বিশৃঙ্খলা। সভায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান এক ব্যক্তি। আজ বর্ধমান শহরের জেলা কার্যালয়ে যান দিলীপ ঘোষ। সেখানে নিজেকে বিজেপির যুব মোর্চার জেলা সহ-সভাপতি বলে দাবি করেন ওই ব্যক্তি। তিনি জোর করে সভায় ঢুকতে যান। তাঁকে ঢুকতে না দেওয়া হলে সভাকক্ষের বাইরে চিৎকার করতে শুরু করেন তিনি। তাঁকে সেখান থেকে বের করে দেওয়া হলে ওই ব্যক্তি বলেন, ‘দিলীপ ঘোষ আমার বাড়িতে দীর্ঘদিন ধরে থেকেছেন। আমি যুব মোর্চার সহ-সভাপতি। নির্বাচনের পর যখন দলের প্রকৃত কর্মকর্তাদের দরকার, তখন কিছু তোলাবাজদের নিয়ে দলের কাজ করা হচ্ছে। তৃণমূল আমার উপর দীর্ঘদিন অত্যাচার করেছে। এই দল এখন অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে।’ এই প্রসঙ্গে বিজেপির জেলা নেতৃত্বের বক্তব্য, ‘নির্দিষ্ট কিছু দলীয় কর্মীদেরই ডাকা হয়েছিল। যুব সহ-সভাপতির থাকার কথা ছিল না। কে কাকে তোলাবাজ, ধান্দাবাজ ভাববে সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। তোলাবাজ কিনা তা মাপার কোনও পরিমাপ নেই। দল যাকে বৈঠকে ডাকার সিদ্ধান্ত নেবে তাকেই ডাকবে।’