Dilip On Municipality Election: 'উপনির্বাচনের জন্য প্রস্তুত, তবে আগে চাই পুরভোট,' দাবি দিলীপ ঘোষের
আজ সাংবাদিকদের মুখোমুখি হলেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে ২ মাসের বেশি সময় ধরে রাজনৈতিক হিংসা চলছে। বিজেপির ৪১ জন কর্মী মারা গেছেন। হাজার হাজার মানুষ ঘরছাড়া। রাজনৈতিক হিংসার তদন্তের জন্য সুপ্রিম কোর্ট বিভিন্ন দল পাঠিয়েছে। হাইকোর্ট অফিসারদের হুমকি দিচ্ছে। অন্যদিকে রাজ্যপালের ভাষণ লিখে দিয়েছে এই সরকার, এই দল। সেখানে এক লাইনের জন্যও এই হিংসার কথা উল্লেখ করা নেই। এটা সাধারণ মানুষের অপমান। তাই এই ঘটনার বিরোধিতা করেছি আমরা। আগামীদিনেও এই ধরণের কাজের বিরোধিতা করবে আমাদের দল। এই সমস্ত বিষয় আমাদের প্রশিক্ষণের মধ্যেও থাকবে। তৃণমূলের তরফে দ্রুত উপনির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিষয়ে আমরা কিছু বলব না। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি। তবে উপনির্বাচনের আগে আমরা পুরসভা নির্বাচন চাইছি। পুরসভাগুলিতে দেড় থেকে দু'বছর ধরে নির্বাচন স্থগিত হয়ে আছে।’