Farm Laws: মায়াবতী থেকে কেজরিওয়াল, কৃষি আইন প্রত্যাহার নিয়ে কী বললেন বিরোধীরা? | Bangla News
দেশজুড়ে প্রতিবাদের মুখে পড়ে শেষপর্যন্ত ৩টি কৃষি আইন প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার, গুরু নানকের জন্মদিনে আজ জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। এই ঘোষণা করে মোদির আবেদন, কৃষকরা এবার খেতে ফিরে আসুন। এপ্রসঙ্গে কংগ্রেস নেতা আবদুল মান্নান (Abdul Mannan) বলেন, 'এটা মোদিজির কোনও মহান হওয়া বা গণতন্ত্রের প্রতি সম্মান প্রদর্শন নয়। মোদিজি যেভাবে কৃষক আন্দোলন দমন করার জন্য তার সমস্ত শক্তি প্রয়োগ করে ব্যর্থ হয়েছেন। জনরোষ থেকে ভীত হয়ে, গণতান্ত্রিক উপায়ে ব্যর্থ হয়ে, অগণতান্ত্রিক উপায়ে আক্রমণ করেছেন কৃষকদের উপর। দিকে দিকে তার মন্ত্রীরা পিষে মেরেছেন কৃষকদের। আজ মোদিজি অনুতপ্ত নন, তা হলে যাদের জন্য কৃষকরা মারা গিয়েছেন শাস্তি দিতেন তাদের। মানুষের চোখে ধোঁয়া দেওয়ার জন্য, এই সিদ্ধান্ত। সামনে নির্বাচন, তাই এই সিদ্ধান্ত।' পাশাপাশি বিএসপি (BSP) নেত্রী মায়াবতী (Mayawati) বলেন, "কেন্দ্র সরকার সংসদে আসন্ন শীতকালীন অধিবেশনে কৃষকদের কথা মাথায় রেখে এই আইন প্রত্যাহার করুন। শুধু তাই নয়, আমাদের আর্জি থাকবে, আগামীতে এরকম কৃষি সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে যেন কৃষকদের সঙ্গে আলোচনা করা হয়।" অন্যদিকে আপ (AAP) নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) বলেন, "আজকের এই শুভদিনে খুশির খবর। আজ কৃষকরা সাফল্য পেয়েছেন। দেশের সকল কৃষককে অনেক অনেক অভিনন্দন।"