West Bengal Election 2021: শান্তিপূর্ণ ভোটের আর্জি জানিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি প্রাক্তন এটর্নি জেনারেলের
নির্ভয়ে ভোটের (Election) আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতিকে চিঠি। চিঠি পাঠিয়েছেন প্রাক্তন এটর্নি (Attorney General) জেনারেল বিমল চট্টোপাধ্যায় (Bimal Chatterjee)। ৭ পাতার এই চিঠিতে ২০১১, ২০১৬ এবং ২০১৯-এর ভোটে হিংসার ঘটনা ঘটেছিল বলে উল্লেখ করা হয়েছে। একজন শান্তিপূর্ণ নাগরিক হিসাবে সন্ত্রাসের (terrorism) ভয়ে ভীত হয়ে বাঁচতে হচ্ছে বলেও দাবী করেন তিনি। সেই কারণে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য স্বতঃপ্রণোদিত মামলা করার জন্য আবেদন করেছেন প্রাক্তন এটর্নি জেনারেল।
প্রসঙ্গত, নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে রাজনৈতিক হিংসা ও হানাহানির ঘটনা বেড়েই চলেছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে হানাহানির মধ্যে পরে জীবন ওষ্ঠাগত সাধারণ রাজ্যবাসীর। এমন পরিস্থিতিতে একজন সচেতন নাগরিক হিসাবে বিমল চট্টোপাধ্যায়ের এই চিঠি বেশ গুরুত্বপূর্ণ।