John Barla Controversy: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদে আসীন হয়েও পৃথক উত্তরবঙ্গের দাবিতেই অনড় জন বার্লা
পৃথক উত্তরবঙ্গ (North Bengal) প্রসঙ্গে নিজের অবস্থানে অনড় কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জন বার্লা (John Barla)। গতকাল মন্ত্রকের দায়িত্বভার গ্রহণের পর বার্লা বলেন, জনগণের ১০০ বছরের পুরনো দাবি দমানো যাবে না। পাল্টা জন বার্লাকে বিচ্ছিন্নতাবাদী বলে আক্রমণ করেছে তৃণমূল (TMC)। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য (Separate State) বা কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territory) করার তাঁর দাবি ঘিরে যতই বিতর্ক হোক, অবস্থানে অনড় আলিপুরদুয়ারের (Alipurduar) বিজেপি সাংসদ জন বার্লা। বুঝিয়ে দিলেন নিজের পুরনো অবস্থানেই অনড় রয়েছেন তিনি। এই বিতর্কে পাল্টা কেন্দ্রীয় মন্ত্রীকে বিচ্ছিন্নতাবাদী বলে আক্রমণ করেছে তৃণমূল। ২ মে বিধানসভা ভোটে ফলপ্রকাশের পর রাজনৈতিক অশান্তিতে (Post Poll Violence) তেঁতে ওঠে বাংলার বিভিন্ন এলাকা। এই প্রেক্ষাপটে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার দাবিতে সরব হন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা।