Lakhimpur: 'BJP সরকার নিরপেক্ষ নয়, আইনের শাসনে বিশ্বাস করে না', লখিমপুরের ঘটনা প্রসঙ্গে জয়প্রকাশ।Bangla News
"লখিমপুর খেরিতে মোদি সরকারের এক মন্ত্রীর স্বনামধন্য পুত্র অবলীলায় গাড়ি চাপা দিয়ে সাধারণ মানুষকে মেরে ফেলেছিল। মোদি (Narendra Modi) সরকার বিচারের ব্যবস্থা করেনি, যোগী (Yogi Adityanath) সরকার আবার অভিযুক্তকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেছে। হাইকোর্টে বিশেষভাবে সরকারি উকিলের মুখ বন্ধ করেছিলেন, জামিনের ব্যবস্থা করেছিলেন। এর ফলে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হল। এর অর্থ রাজ্য সরকার আসলে অপরাধীকে আড়াল করার চেষ্টা করছিল। তার তুলনায় আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) পরিষ্কার বলেন অপরাধীর কোনও রং না দেখে ব্যবস্থা নিতে হবে। বিজেপি (BJP) সরকার আদতে নিরপেক্ষ নয়, তারা আইনের শাসনে বিশ্বাস করে না, তা ফের একবার প্রমাণিত হল।" বললেন জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar)।
![Delhi Stampede : নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা। 'অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা', বললেন যোগী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/7c5dcd63e7cf7f8d0014ea064225f19e1739701329298535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Delhi Stampede: শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম বদল ট্রেনের? হুড়োহুড়িতে নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/707a11971be28e7a3a8a4f20d159c7a91739701891801535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede:ঘোষণার ভুলের জন্য হুড়োহুড়ি ! নয়াদিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল অন্তত ১৮ জনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/711029094cf0f99d5820deaf0d48877e1739700652584535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : নিজের বাড়িতে বসেই বারুদের চক্র চালাত হাজি রশিদ মোল্লা ? কার্তুজকাণ্ডে তদন্তে STF](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/defd4daf86941af4981ebbe489531b051739699967550535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : ফারুককে অস্ত্রের যোগান দিত কে ? কার্তুজকাণ্ডে ধৃতের রিপোর্টে চাঞ্চল্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/e4836b9e135ed639c111f9afe78b462d1739699176281535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)