Mamata Banerjee: 'যখন ইচ্ছে হয় আসেন-যান', শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধীদের অনুপস্থিতিকে কটাক্ষ মমতার | Bangla News
আজ বিধানসভার অধিবেশন কক্ষে বিধায়ক হিসেবে শপথ নিলেন উপনির্বাচনের চার কেন্দ্রের জয়ী প্রার্থীরা। বিধানসভার অধ্যক্ষ তাঁদের শপথবাক্য পাঠ করান। বিধানসভা কক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নতুন বিধায়কদের অভিনন্দন জানান। তিনি বলেন, "আচ্ছে দিন আসার বদলে বুরে দিন এসে যায়। বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলে মনে করেন না। যখন ইচ্ছে হয় তাঁরা আসেন, নাহলে আসেন না। শপথগ্রহণ অনুষ্ঠানেও বিরোধীরা অনুপস্থিত", নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর। তিনি যোগ করেন, "আমরা নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করেছি। পুজোয় কোনও অশান্তির ঘটনা ঘটেনি। আশা করি ছটপুজোয় নির্বিঘ্নে সম্পন্ন হবে।" পাশাপাশি তিনি বলেন, "আগামী ১৬ নভেম্বর থেকে চালু হবে দুয়ারে রেশন প্রকল্প। পাড়ায় পাড়ায় গাড়িতে করে পৌঁছে যাবে রেশন। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এর ঋণের গ্যারেন্টার রাজ্য সরকার। ইতিমধ্যেই বহু ছাত্র-ছাত্রী কার্ডের জন্য আবেদন করেছে।"
![Mahakumbh : পুণ্যস্নানে গিয়ে প্রাণ গেল গল্ফ গ্রিনের বৃদ্ধার। অবশেষে তাঁকে আনা হল বাঙুর হাসপাতালে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/30/dd8bd136b815cced6c7b400cceaa1d821738257827743535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Mahakumbh Stampede: মহাকুম্ভের বিপর্যয়ে যোগী প্রশাসনের চরম অব্যবস্থাকে 'ক্রিমিনাল অফেন্স' বললেন সুজন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/30/32ce742c78553f2f039420edb2aef13c1738257225965535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Sare 7 Tay Saradin : মহাকুম্ভে মৃত্যুমিছিল। ৩০ জনের মৃত্যু, আহত ৯০, দাবি উত্তরপ্রদেশ সরকারের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/30/31aceacc5ce59699a208e08f944b77b01738255887657535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh Stampede : মহাকুম্ভে গিয়ে নিখোঁজ পূর্ব পুঁটিয়ারির বাসিন্দা। উদ্বিগ্ন নস্কর পরিবার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/30/2d39097537b7f6dfb06d996ad865b6221738254873557535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![RG Kar : আর জি করকাণ্ডে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ নির্যাতিতার পরিবারের। বৈঠকে কী কথা ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/30/fbb5028ed16e2e0699c0ac158cacdfb51738254350035535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)