Delhi Bangabhawan: দিল্লির চাণক্যপুরীর বঙ্গভবনে বোমার মতো দেখতে ওই দুটি বস্তু ঘিরে আতঙ্ক | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দিল্লির চাণক্যপুরীর বঙ্গভবনে বোমাতঙ্ক । হাই প্রোফাইল এলাকায় বোমাতঙ্ক । পাঁচিল টপকে বঙ্গভবনের ভিতরে ছোড়া হয় সন্দেহজনক দুটি বস্তু । বোমার মতো দেখতে ওই দুটি বস্তু ঘিরে ছড়িয়ে পড়ে আতঙ্ক । নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক খবর দেন দিল্লি পুলিশকে ।
তৃণমূলের অন্দরেই ক্যালেন্ডার নিয়ে বিতর্ক, মুখ খুললেন অভিষেক
তৃণমূলের অন্দরেই ক্যালেন্ডার নিয়ে বিতর্ক, মুখ খুললেন অভিষেক। 'ছবি পছন্দ হয়নি বলে মমতার নিষেধাজ্ঞা, তাঁর নির্দেশই শিরোধার্য', বড় করে কার ছবি? ক্যালেন্ডার বিতর্কে মুখ খুললেন অভিষেক।
সূত্রের খবর, নতুন বছরে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে দলীয় পদাধিকারীদের কাছে পৌঁছে গেছিল এই ক্যালেন্ডার। ক্যালেন্ডারে লেখা রয়েছে, সৌভ্রাতৃত্বের নতুন বছরে সম্প্রীতির আলো... বাংলায় খুশির বর্ষবরণে সবার কাটুক ভালো। আর নীচে লেখা, 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্তৃক প্রচারিত'। সূত্রের খবর, কলকাতা থেকে জেলার নেতাদের কাছে এই ক্যালেন্ডার পৌঁছে যেতেই দলের অন্দরে শুরু হয়ে যায় শোরগোল। এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই ক্যালেন্ডার ব্যবহার বা বিতরণ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয় দলের জেলা সভাপতিদের। এরপর সামনে আসে নতুন ক্যালেন্ডার।



















