Bidhannagar: বিধাননগরে বেআইনি বহুতল ভাঙতে গিয়ে আবাসিকদের বিক্ষোভের মুখে পুরকর্মীরা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ট্যাংরার রিপিট টেলিকাস্ট এবার বিধাননগরে। বেআইনি বহুতল ভাঙতে গিয়ে আবাসিকদের বিক্ষোভের মুখে পড়লেন পুরকর্মীরা। গতকালের পর আজও আদালতের নির্দেশে শান্তিনগরের নবপল্লিতে বেআইনি বহুতল ভাঙতে যান বিধানননগর পুরসভার কর্মী ও আধিকারিকরা। বিধাননগর দক্ষিণ থানার পুলিশকে সঙ্গে নিয়েই অভিযানে যান তাঁরা। কিন্তু এদিন আগেভাগেই তালা মেরে গেট লাগিয়ে দেন আবাসিকরা। শেষ পর্যন্ত বহুতলের নীচতলায় দোকানের জন্য নির্মিত অংশে ভাঙাভাঙি শুরু করেন পুরকর্মীরা। আবাসিকদের দাবি, আগে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অন্যত্র যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। অন্যদিকে, পুরসভার তরফে মাইকে প্রচার করে বলা হয়, আদালতের নির্দেশেই বাড়ি ভাঙতে এসেছে পুরসভা। হাইকোর্টের নির্দেশ পালন করতে যথোপযুক্ত পদক্ষেপ নিতে বাধ্য হবেন তাঁরা। কিন্তু প্রশ্ন উঠছে, বেআইনি বহুতল নির্মাণের সময়, তা কারও নজরে এল না কেন? তখনই তা ভাঙা হল না কেন?


















