Mamata Banerjee at Nandigram: 'আমি নন্দীগ্রাম থেকে দাঁড়ালে কেমন হয়?', নিজের গড়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার
একুশে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নন্দীগ্রামে দলীয় সভায় মুখ্যমন্ত্রী বলেন, 'আমি নন্দীগ্রাম থেকে দাঁড়ালে কেমন হয়?' সভাস্থল থেকে মুখ্যমন্ত্রী সুব্রত বক্সিকে প্রার্থী তালিকায় নন্দীগ্রামের নিজের নাম যুক্ত করার অনুরোধ করেন তিনি।
মমতা আরও বললেন, ‘আমার সঙ্গে আছেন তৃণমূলের পূর্ব মেদিনীপুরের সবাই। এই তেখালিতে ব্রিজের সামনে গুলি চলল। আমার গাড়িতে ২-৩টি বুলেট এসে লাগে। আমাদের বলা হয় ফিরে যেতে। ১৪ মার্চ গুলি চলার আগে আন্দোলন তৈরি হয়েছিল সিঙ্গুরে। জমি অধিগ্রহণ আইনটাকে আন্দোলন করে বদলে দিয়েছিলাম। কোলাঘাটে বলেছিল পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেবে। আপনাকে মারতে এসেছে, আপনি চলে আসুন। আমাকে বলেছিলেন তত্কালীন রাজ্যপাল। ৪টি বাঁশ টপকে ঢুকেছিলাম কোলাঘাট গেস্ট হাউসে। নন্দীগ্রামে ঢোকার সব রাস্তা আটকে দিয়েছিল। আমি বাইকে চড়ে গ্রামের ভিতরে দিয়ে তমলুকে এসেছিলাম’