Morning Headline: রাজ্যপালের বাজেট বক্তৃতা ঘিরে বিধানসভায় তুলকালাম, সঙ্গে আরও খবর।Bangla News
রাজ্যপালের বাজেট বক্তৃতা ঘিরে বিধানসভায় তুলকালাম। বিজেপির বিক্ষোভ। কক্ষ ত্যাগের চেষ্টা ধনকড়ের। তৃণমূল বিধায়কদের বাধা।
মুখ্যমন্ত্রীর অনুরোধে নিয়মরক্ষার বক্তৃতা রাজ্যপালের।
বিজেপিকে বিক্ষোভ থামাতে অনুরোধ মুখ্যমন্ত্রীর। বিধানসভা ছেড়ে যেতে উদ্যত রাজ্যপাল। অধ্যক্ষ, পার্থ, শুভেন্দুর সঙ্গে কথা।
মুখ্যমন্ত্রীর ইশরায় চন্দ্রিমা, শশী- সহ তৃণমূলের মহিলা বিধায়করা রাজ্যপালকে নিগ্রহ করেছেন, অভিযোগ শুভেন্দুর।
যা হয়েছে বিধানসভায়, না হওয়াই উচিত ছিল। তৃণমূলের হেনস্থা নিয়ে শুভেন্দুর অভিযোগে মন্তব্য রাজ্যপালের। মার্শালের ভূমিকা নিয়ে প্রশ্ন।
বিধানসভায় রাজ্যপালকে হেনস্থার অভিযোগ। বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত বিজেপির মিছিল। কেউ কিছু বলেনি, শুধু মিথ্যে ভাষণ, পাল্টা চন্দ্রিমা।
ভোটে সন্ত্রাসের অভিযোগে বিধানসভায় তুলকালাম। ভাষণে নেই বাস্তব পরিস্থিতি, দাবি শুভেন্দুর। নিজের ওয়ার্ডে হেরে নাটক, পাল্টা মুখ্যমন্ত্রী।
বিধানসভা থেকে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ। তালগোল পাকাতে নকল লড়াই, অভিযোগ বিরোধীদের।
ভোটে ভরাডুবি নিয়ে বিস্ফোরণের পরেই জয়প্রকাশ, রীতেশের সঙ্গে গোপন বৈঠকে লকেট। যোগ দিলেন সায়ন্তন, রাজু-ও।
ফের তথাগতর নিশানায় বঙ্গ বিজেপি। "আগেই বলেছিলাম, কামিনী কাঞ্চনের জন্যেই পচন", অভিযোগ তথাগতর।
কুলপিতে বিক্ষোভের মুখে সুকান্ত। গাড়ি আটকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান। প্রতিবাদে যাদবপুর, এমজি রোডে বিক্ষোভ।
বিমানের কাছে হঠাৎ অন্য বিমান। দুর্ঘটনা এড়াতে আচমকা নামতে হয় ৮ হাজার ফুট, বারাণসীকাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। তদন্ত হোক, দাবি শুভেন্দুর।
পাইপ বেয়ে পালাতে গিয়ে আনিসের মৃত্যু। সিটের রিপোর্ট প্রকাশের আগেই তত্ত্ব সওকতের। কী করে জানলেন, পাইপই তো নেই! পাল্টা পরিবার।
আনিস হত্যাকাণ্ডের ১৬দিন পার। সিএফএসএলকে নিয়ে ফের আমতায় সিট। এসপি অফিসে বিক্ষোভের ৯দিন পরে মীনাক্ষীদের জামিন।
উত্তরপ্রদেশের মসনদে ফিরতে চলেছে বিজেপিই। ইঙ্গিত প্রায় সব বুথ ফেরত সমীক্ষায়। পাঞ্জাবে পাল্লা ভারী আপের। মণিপুরেও গেরুয়া ঝড়ের ইঙ্গিত।
গোয়ায় কংগ্রেস-বিজেপির মধ্যে জোর লড়াইয়ের ইঙ্গিত প্রায় সব একজিট পোলে। কিং মেকার হতে পারে তৃণমূল জোট। উত্তরাখণ্ডেও কংগ্রেস-বিজেপি জোর টক্কর।
বেলারুশ সীমান্তে রাশিয়া-ইউক্রেন তৃতীয় বৈঠকেও অধরা সমাধানসূত্র। পুতিন-জেলেনস্কির সঙ্গে দীর্ঘক্ষণ কথা মোদির। দেশে ফিরলেন গুলিবিদ্ধ হরজ্যোৎ।
৪ শহরে সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই রুশ-হামলা। নিশানায় বহুতল। কিভে কারখানা ধ্বংস। মাইকোলেভ বিমানবন্দর পুনর্দখলের দাবি ইউক্রেনের।
প্যালেস্তাইনে ভারতীয় রাষ্ট্রদূত মুকুল আর্যর রহস্যমৃত্যু। দূতাবাসেই মিলল দেহ। মৃত্যুর কারণ জানতে তদন্তের নির্দেশ প্যালেস্তাইন সরকারের।
সনিকা-মৃত্যু মামলায় পাসপোর্ট ফেরত পেতে বিক্রমের আর্জি খারিজ। শুরু হবে বিচারপ্রক্রিয়া, বিদেশে গেলে অসুবিধে, সওয়াল সরকারি আইনজীবীর।
বেজির গলায় শিকল পরিয়ে সেলফি, শ্রাবন্তীকে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোলের জিজ্ঞাসাবাদ। জবাবে সন্তুষ্ট না হওয়ায় আজ ফের তলব।
জেইই মেনের সঙ্গে একইদিনে পরীক্ষা। উচ্চমাধ্যমিকের একাধিক পরীক্ষার দিন বদল। ২০ এপ্রিলের বদলে পরীক্ষা শেষ হবে ২৬ এপ্রিল, জানাল সংসদ।
এবার বেসরকারি মেডিক্যাল কলেজে নজর কেন্দ্রের। ৫০ শতাংশ পড়ুয়াকে পড়াতে হবে সরকারি খরচের হারে। প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই সিদ্ধান্ত।
আজ নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠক। রাজ্যস্তরে তৈরি হবে নতুন কমিটি, রদবদলের সম্ভাবনা। সংগঠনে বাড়তি গুরুত্ব পুরনোদের? ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
আজ নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠক। কর্মীদের উদ্দেশে কী বার্তা দেবেন মমতা? জেলমুক্ত হয়েই ফের আন্দোলনে মীনাক্ষী। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন
ফের বৈঠকেও পরস্পরবিরোধী মন্তব্য রাশিয়া-ইউক্রেনের। ২ দেশের প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদির। পড়ুয়াদের মুখে ভয়াবহ অভিজ্ঞতা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।