Mamata Banerjee: গঙ্গাসাগরের মেলা উদ্বোধনে গিয়ে ভারত সেবাশ্রমে মুখ্যমন্ত্রী
ABP Ananda Live: ভারত সেবাশ্রমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের ন্যায় এবছরও গঙ্গাসাগরের মেলা উদ্বোধনে গিয়ে ভারত সেবাশ্রমে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
চিনের পর এবার ভারতে মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV:
এদিকে, চিনের পর এবার ভারতে মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। আক্রান্ত বেঙ্গালুরুর ৩ ও ৮ মাসের দুই শিশু বর্তমানে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। ভারতে এটিই প্রথম HMPV সংক্রমণ। সংক্রমণ ছড়িয়েছে পশ্চিম ভারতের আমদাবাদেও। সেখানে আক্রান্ত ২ মাসের এক শিশু। ২০২৫ সালের গোড়া থেকেই চিনে আতঙ্ক ছড়িয়েছে হিউম্যান মেটানিউমো ।ভাইরাস নিয়ে চিকিৎসকরা বলছেন, এর উপসর্গ সাধারণ মরশুমি রোগের মতোই। নাক দিয়ে জল পড়া, বুকে কফ জমা, শ্বাসকষ্ট, গলা ব্যথা, জ্বর, গায়ে র্যাশ বেরনো এর উপসর্গ। মূলত শিশু ও প্রবীণ ব্যক্তিদেরই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি।