Raj Chakraborty: 'বিজেপির জমানায় গুণীদের কদর নেই', গোয়া চলচ্চিত্র উৎসব থেকে ব্রাত্য বসুর সিনেমা বাদ প্রসঙ্গে রাজ চক্রবর্তী | Bangla News
গোয়া চলচ্চিত্র উৎসবে 'নাম বিভ্রাটে' ব্রাত্য বসুর (Bratya Basu) সিনেমা বাদ। ব্রাত্য বসু পরিচালিত 'ডিকশনারি' সিনেমা বাদ ঘিরে বিতর্ক। ইমেলে নামের ভুল বানানের কারণ দেখিয়ে সিনেমা বাদ। 'ডিকশনারি' নয়, প্রযোজককে অন্য সিনেমা পাঠাতে বলা হয়। ওয়েবসাইটে নামের বানান ঠিক ছিল, রাজনৈতিক কারণে সিনেমা বাদ। সিনেমা নির্বাচনের পর সম্ভবত রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে পারে। "দিল্লি কর্তাদের কথাতেই বাদ পড়েছে আমার সিনেমা।" অভিযোগ শিক্ষামন্ত্রী ও 'ডিকশনারি' সিনেমার পরিচালক ব্রাত্য বসুর।
এই নিয়ে রাজ চক্রবর্তী বলেন, "রাজনৈতিক কারণের জন্য একটি সিনেমা প্রথমে চুজ করা ও তারপর সেটিকে রিজেক্ট করে দেওয়া যদি হয়ে থাকে তাহলে বিষয়টি খুব অন্যায় হবে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত। আমরাও কলকাতা ফিল্ম ফেস্টিভেল করি। সেখানে আমরা সবাইকে নিয়েই সেটি করি। বিজেপি এভাবেই দেশটা চালাতে চাইছে। যারা বিজেপি করবে তারাই ঠিক বাকি সবাই খারাপ এটাই মনে করছে বিজেপি। বিজেপি আগামী দিনে এমন একটা জায়গায় পরিস্থিতি নিয়ে যেতে চাইছে যে যাঁরা বিজেপি করবেন না তাঁরা যত বড়ই শিল্পী হোন, যত বড় গুণের মানুষ হোন না কেন তাঁদের গুণের কোনও মান নেই।"