Firhad Hakim: শ্যামাপ্রসাদ বাংলা তথা ভারতের কৃতি সন্তান হলেও তাঁর ভাবধারার সঙ্গে সহমত নই: ফিরহাদ
"বিজেপির (BJP) অনেক দেরিতে ভাব উদয় হয়েছে। যখন বাংলা দখলের স্বপ্ন দেখেছিলেন, তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে (Shyama Prasad Mukherjee) ব্যবহার করা হয়েছে। কিন্তু বাংলার মানুষ বলেছেন, না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে বাংলার একজন কৃতি সন্তান সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। ভারতের কৃতি সন্তান। কিন্তু আদর্শগত ব্যাপারে, নীতিগত ব্যাপারে তাঁর ভাবধারার সঙ্গে সহমত নই", মন্তব্য ফিরহাদের। দিলীপ ঘোষের (Dilip Ghosh) 'পশ্চিম বাংলাদেশ' মন্তব্যের পাল্টা তিনি বলেন, “এটা কখনই নয় যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে বাংলা পাকিস্তান হয়ে যেত। মুর্শিদাবাদ (Murshidabad) ৯০ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকা। যা পাকিস্তানে চলে গিয়েছিল। মুর্শিদাবাদের মানুষ বলেছিল, আমরা ভারতের মানুষ। তারপর তিনদিন পর আবার ভারতে যুক্ত হয়েছিল। এই যে এরা ধর্মান্ধতার পথে নিয়ে যাচ্ছে সমাজকে, এসব বাংলা তথা ভারতের কৃষ্টি-সংস্কৃতি নয়।"
এদিকে রাজ্যপাল (Governor) অন্যায় করছেন, অধিকারের বাইরে গিয়ে কথা বলছেন। এখন কালো পতাকা দেখাচ্ছে, এরপর লোকে তাড়া করবেন। রাজ্যপালকে নিশানা করলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। রাজ্যপাল পদের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, "রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) যেভাবে কথা বলছেন, অধিকারের বাইরে কথা বলছেন। রাজ্যপাল অন্যায় করছেন, অধিকারের বাইরে গিয়ে কথা বলছেন। মানুষ এখন কালো পতাকা (Black Flag) দেখাচ্ছে, এরপর লোকে তাড়া করবে। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মানুষের বিপুল ভোট পেয়েছেন, দরকারে বসুন, কথা বলুন। তা না করে খাল ট্যুইট করছেন রাজ্যপাল।"