Sougata Roy: 'বিজেপি বিরোধী শক্তির কাছে বিরাট আনন্দের বিষয়', মমতার লখনউ সফর প্রসঙ্গে সৌগত । Bangla News
উত্তরপ্রদেশ ভোটের আগে ৮ ফেব্রুয়ারি লখনউ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরপ্রদেশ ভোটের আগে বারাণসীও যাবেন তৃণমূলনেত্রী। ৮ ফেব্রুয়ারি মমতা-অখিলেশ ভার্চুয়ালি যৌথ সাংবাদিক বৈঠক। উত্তরপ্রদেশে ভোট নিয়ে মমতা-অখিলেশ যৌথ সাংবাদিক বৈঠক। উত্তরপ্রদেশে ভোটের প্রচারে মমতাকে চায় সমাজবাদী পার্টি। বারাণসীতেও মমতা-অখিলেশ যাদবের ভার্চুয়াল বৈঠক হবে। উত্তরপ্রদেশে ভোটে কোনও প্রার্থী দেবে না তৃণমূল কংগ্রেস। কমিশনের নিষেধাজ্ঞার জন্য ভার্চুয়াল বৈঠক করবেন মমতা-অখিলেশ। লখনউয়ে সমাজবাদী পার্টির দফতর ঘিরে রাখা হয়েছে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির আড়াই হাজার কর্মীর বিরুদ্ধে এফআইআর। প্রধানমন্ত্রীর সভায় চেয়ার ভরছে না, অখিলেশের সভায় ভিড় উপচে পড়ছে। দেশে বিজেপি-বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে তৃণমূলনেত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন অখিলেশের দূত। লখনউয়ে অখিলেশের সঙ্গে ভার্চুয়ালি প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ বিষয় তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে লখনউ ও বারাণসীতে যাবে, সেটা সমস্ত বিজেপি বিরোধী শক্তির কাছে বিরাট একটা আনন্দের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন তিনি উত্তরপ্রদেশে অখিলেশকে সমর্থন করবেন। সেই কারণে তৃণমূল কংগ্রেস বেশি প্রার্থী দেবে না।