Soumitra Khan Controversy: জন বার্লার পর এবার পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র
উত্তরবঙ্গকে (North Bengal) আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা (John Barla)। এবার পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। দল আলাদা রাজ্যের দাবিকে সমর্থন করে না বলে জানিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পশ্চিমবঙ্গ ভেঙে উত্তরবঙ্গের দাবি তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। এবার পৃথক জঙ্গলমহলের দাবি জানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। প্রথমে জন বার্লা আর এখন সৌমিত্র খাঁ। একের পর এক পৃথক রাজ্যের দাবি ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং হুগলির কিছু অংশ নিয়ে জঙ্গলমহল (Jangalmahal) রাজ্য গঠনের দাবি তুলেছেন সৌমিত্র খাঁ। দিলীপ ঘোষের অবশ্য দাবি, পৃথক রাজ্যের দাবিকে তাঁরা সমর্থন করেন না। যদিও দল মানে না অথচ সাংসদরা বলে যাচ্ছেন, এই তত্ত্বে বিশ্বাস করতে রাজি নয় কংগ্রেস (Congress)। সব মিলিয়ে বাংলা ভেঙে একের পর এক পৃথক রাজ্য গঠনের দাবি ঘিরে ভোট-পরবর্তী বঙ্গ রাজনীতি নতুন করে তোলপাড়।