Recruitment Scam : ফের কবে চার্জগঠন? চাপ বাড়াচ্ছে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা
ABP Ananda LIVE : ফের কবে চার্জগঠন? চাপ বাড়াচ্ছে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা। 'সুজয়কৃষ্ণ ভদ্রর হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই' । আলিপুরের BM বিড়লা হাসপাতালের তরফে জানানো হল ED-কে, খবর সূত্রের । হাসপাতাল সূত্রে খবর, জ্ঞান ফিরেছে সুজয়কৃষ্ণর । হাসপাতালে শুয়েই কালীঘাটের কাকু কথা বলেছেন পরিবারের সঙ্গে, খবর সূত্রের । BM বিড়লা হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল ব্রেনের সিটি স্ক্যান করা হয় সুজয়কৃষ্ণর । তাতে কোনও অসুস্থতা ধরা পড়েনি, ED-কে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । এবার 'কালীঘাটের কাকু'র MRI করা দরকার, তার পরিকাঠামো নেই, জানাল হাসপাতাল । সেই জন্য কোনও মাল্টি স্পেশালিটি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হোক, জানিয়েছে BM বিড়লা হাসপাতাল এবার ভেন্টিলেশন থেকেও বের করা হতে পারে সুজয়কৃষ্ণকে, খবর সূত্রের
আরও খবর,
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙড় রণক্ষেত্র। দলের দুই নেতা আরাবুল ইসলাম এবং সওকত মোল্লা পরস্পরকে আক্রমণ করছেন। সেদিনই পুরমন্ত্রী এবং তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য় ফিরহাদ হাকিমের মুখে শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য়। তিনি বলেন, "আমি বলব না যে তৃণমূল কংগ্রেস যারা করছে তারা গঙ্গাজলে স্নান করে এসেছে। মাথা গরম মানুষ আছে, তাদেরও বোঝাতে হবে। আবার নিশ্চিতভাবে অসৎ মানুষ আছে তাদের থেকেও সতর্ক থাকতে হবে। আমাদের নেত্রী তো সেদিন সন্দেশখালিতে বললেন যে বাজে লোকেদের ডাকলে যাবেন না। সুতরাং এগুলো হচ্ছে ইঙ্গিত যে খারাপ মানুষকে ত্যাগ করুন, সত্যিকারের ভাল মানুষের পাশে থাকুন।''