TMC Manifesto: 'কলকাতাকে আরও উন্নত করে ১০ দিগন্তে এগিয়ে নিয়ে যেতে হবে', ইস্তেহারের ব্যাখ্যায় পার্থ। Bangla News
কলকাতা পুরভোট উপলক্ষ্যে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল (TMC)। '১০ দিগন্ত কলকাতা' নামে উন্নয়ন কর্মসূচি। কলকাতার সমস্ত রাস্তার উন্নয়ন করা হবে। সব জায়গায় পানীয় জলের ব্যবস্থার প্রতিশ্রুতি। ইস্তেহারে কলকাতার নিকাশি ব্যবস্থায় জোর। উন্নত করা হবে শহরের স্বাস্থ্য পরিষেবা। ৩০ টি ডেঙ্গি নির্ধারণ কেন্দ্র গড়া হবে। মসৃণ রাস্তার প্রতিশ্রুতি। ইস্তেহারে পার্ক, বাজার ও ঘাটগুলিকে সংস্কার ও পরিষ্কারের কাজে জোর। এপ্রসঙ্গে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, 'কলকাতা উন্নত আছে। আরও উন্নত করা। ভারতবর্ষের তথা বিশ্বের দরবারে কলকাতার জনপ্রিয়তা আছে। তার আরও মানোন্নয়ন ঘটানো। ১০ দিগন্তের এই ইস্তেহার। কলকাতাকে আরও উন্নত করে ১০ দিগন্তে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই ১০ দিগন্তের কথা বলা আছে।'
![Suvendu Adhikari : বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দুরা, 'মুখ্যমন্ত্রীকে বয়কট, কাল থেকে ধর্না'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/da417df7979d23e2a765e8e5e42c68dd1739784691039535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![West Bengal Assembly : বিধানসভা থেকে ১ মাসের জন্য সাসপেন্ড শুভেন্দুরা। নেপথ্যে কী কারণ ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/456563ebff42fe07bd0d79891cb846121739784207323535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : বঙ্গ বিধানসভায় তুলকালাম ! সাসপেন্ড BJP-র ৪ হেভিওয়েট। ওয়াকআউট শুভেন্দু ও বাকিদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/a934eaec8fcffd2305dd39f49c98bbb21739782976398535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede : নয়াদিল্লির ঘটনায় রেল এবং পুলিশি ব্যর্থতাকে দায়ী করছেন কংগ্রেস মুখপাত্র রশিদ আলভি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b9f3a4247147cd056f6d4e824b2ded781739779910520535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![TMC News : মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক ! বিধিনিষেধ ভাঙলেন শাসকদলের বিধায়ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/316423595a8b8772e5d59eca924ab0e71739777385971535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)