(Source: ECI/ABP News/ABP Majha)
Dilip Ghosh: ‘সরকার, বিরোধী দলের ভূমিকাও পালন করতে চাইছে’, কটাক্ষ দিলীপের
‘সরকার চাইছে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে রাখতে। সামান্য প্রশ্ন যাতে কেউ তুলতে না পারে, সেই ব্যবস্থা করছে সরকার। বিরোধী পক্ষ থেকে যার নাম পাঠানো হত, পিএসি-র চেয়ারম্যান তাকেই করা হত। আমরা যে নাম পাঠিয়েছি, তার থেকে করা হয়নি। সরকার, বিরোধীদলের ভূমিকাও পালন করতে চাইছে। আমরা বলেছিলাম সহযোগিতা করব কিন্তু ওরা বোধহয় চায় না, ফলে আমরা বিরোধীদলের ভূমিকাই ভালোভাবে পালন করব”, মুকুল রায়ের বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যান নির্বাচিত হওয়া প্রসঙ্গে বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
প্রসঙ্গত, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যান নির্বাচিত হলেন মুকুল রায় (Mukul Roy)। তাঁর নাম ঘোষণা হতেই প্রতিবাদে ওয়াক আউট করে বিজেপি (BJP)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ করেছেন, তৃণমূল বিধানসভার প্রথা ভেঙেছে। পাল্টা পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) দাবি করেছেন, বিরোধী বিধায়ক হিসাবে মুকুল রায়কে এই পদ দেওয়া হয়েছে। জল্পনা, গুঞ্জন, বিতর্ক চলছিলই। তা সত্যি করে বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন মুকুল রায়ই। শুক্রবার বাজেট অধিবেশনের (Budget Session) শেষদিনে পিএসি-র (PAC) চেয়ারম্যান হিসাবে মুকুল রায়ের নাম ঘোষণা করেন স্পিকার (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandyopadhyay)। আর তারপরই বিধানসভা থেকে ওয়াক আউট করে বিজেপি।