Rahul Gandhi: ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন করলেই প্রতিহিংসা : রাহুল গাঁধী
Rahul Gandhi On New Law : রাহুল গাঁধীর 'হিন্দু' সংক্রান্ত মন্তব্যে উত্তাল সংসদ। এদিন রাহুল গাঁধী বলেন, ' আমরা সবাই মিলে সংবিধানকে রক্ষা করেছি। এরপরেই তিনি কটাক্ষ করে বলেন, ' ভাল লাগছে, প্রতি দু-তিন মিনিট অন্তর বিজেপি লোকেরা সংবিধান- সংবিধান -সংবিধান করে চলেছে।' এরপরেই তিনি বলেন, 'ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন করলেই প্রতিহিংসা। সংসদে বিরোধী আসনে বসে আমি আনন্দিত ও গর্বিত। আইডিয়া অফ ইন্ডিয়ার উপর হামলা হয়েছে।' মূলত দেশজুড়ে আজ থেকে চালু হল ভারতীয় ন্যায় সংহিতা-সহ ৩ নতুন আইন। আইপিসি-র পরিবর্তে কার্যকর হল ভারতীয় ন্যায় সংহিতা। সিআরপিসি-র পরিবর্তে কার্যকর হল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ভারতীয় সাক্ষ্য আইনের বদলে কার্যকর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম।
অপরদিকে, এদিন অমিত শাহ বলেন, 'রাজ্যসভায় ৬ ঘণ্টারও বেশি সময় ধরে, এই ইস্যুতে আলোচনা হয়েছিল। লোকসভায় এই নিয়ে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা হয়েছে। এই নিয়ে বিরোধীরা মিথ্যে কথা প্রচার করছে। সমস্ত বিচারকদের কাছেও পরামর্শ চাওয়া হয়েছিল। ৯৩ টি জায়গায় সংশোধনের পর নতুন আইন চালু হয়েছে। বিট্রিশদের তৈরি আইন বিলুপ্ত করে, তার বদলে ভারতীয় সংসদ এনেছে নতুন ৩ ফৌজদারি আইন। আজ থেকেই নতুন তিনটে আইন চালু হয়েছে। এখন দণ্ডের জায়গা নেবে ন্যায়। নতুন আইনের পিছনে রয়েছে নতুন দৃষ্টি ভঙ্গি। প্রথমবার গণপিটুনি নিয়ে কড়া আইন এনেছে সরকার। এই আইন প্রণয়নের আগে সবার কাছে পরামর্শ চাওয়া হয়েছিল। ' ABP Ananda LIVE