এক্সপ্লোর
Rain: টানা বৃষ্টিতে বীরভূমের নলহাটিতে ব্রাহ্মণী নদীর বাঁধ ভেঙে বিপত্তি
টানা বৃষ্টিতে বীরভূমের নলহাটিতে ব্রাহ্মণী নদীর বাঁধ ভেঙে বিপত্তি।নলহাটি ২ নম্বর ব্লকের শীতলগ্রাম পঞ্চায়েতের বেড়া শিমুলপুর, প্রসাদপুর ও কুণ্ডপাড়া, এই তিনটি গ্রামে জল ঢুকেছে। প্লাবিত চাষের জমি। জমা জলে ফসল নষ্টের আশঙ্কা করছেন কৃষকরা। অন্যদিকে, সাঁইথিয়া ব্লকে ময়ূরাক্ষী নদীর ওপর সাঁইথিয়া থেকে রামপুরহাট যাওয়ার একটি ফেরিঘাট ও রামপুরহাট থেক ময়ূরেশ্বর যাওয়ার একটি ফেরিঘাট জলের তোড়ে ভেঙে গিয়েছে। জলপথে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় বিপজ্জনকভাবে রেললাইনের ওপর দিয়ে যাতায়াত করছেন আশেপাশের এলাকার বাসিন্দারা।
জেলার
বাসন্তীর ভাঙনখালি গ্রামে জমি বিবাদ ঘিরে উত্তেজনা,মহিলাদের কোদালের বাট, লাঠি দিয়ে বেধড়ক মারধর
ওড়িশা থেকে মিসাইল ছুড়ল ভারত। লক্ষ্যবস্তুতে আঘাত, সফল পরীক্ষা
৩দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক
জেলাভিত্তিক কো-অর্ডিনেটর নিয়োগ তৃণমূলের। শতাধিক কো-অর্ডিনেটরের নাম প্রকাশ
বিরাটির যদুবাবু বাজারে আগুন,৭টি ইঞ্জিনের চেষ্টায় নেভানো হয় আগুন। ভষ্মীভূত ২০০-র বেশি দোকান
আরও দেখুন


















